1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরের প্রত্যাশা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ জানুয়ারি ২০১৩

দেশের সব সংকটের মূলে রয়েছে রাজনীতি৷ তাই রাজনৈতিক দলগুলো যদি তাদের যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে, তাহলে অনেক সংকটই কেটে যাবে৷ আর বাংলাদেশ এগিয়ে যবে তার আপন গতিতেই৷

https://p.dw.com/p/17Bdu
ছবি: Reuters

বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন, এখানকার সব সংকটের কেন্দ্রই আছে রাজনীতি৷ বিশেষ করে সরকারি ও বিরোধী দলের মধ্যে যোজন যোজন দূরত্বের কারণে, রাজনীতিতে যৌক্তিক অবস্থান আর গুরুত্বপূর্ণ নয়৷ বরং একগুয়ে মনোভাব সৌহার্দ্যের রাজনীতিকে সংঘাতের রাজনীতিতে পরিণত করেছে৷ ফলে বিদয়ী বছরে যে রাজনৈতিক সংঘাত আর সংঘর্ষ ছিল, মনোভাবের পরিবর্তন না হলে এই অবস্থার তেমন কোনো পরিবর্তন আশা করতে পারছেন না সাধারণ মানুষ৷

তাঁরা মনে করেন, এই সংকট কাটাতে হবে রাজনৈতিক দলগুলোকেই৷ তারা যদি দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, তাহলে অবশ্যই তারা আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করবে৷ তাঁরা চান, যত মত বিরোধ আর দ্বন্দ্ব তার সমাধান যেন হয় সংসদে৷ রাজপথে যেন গাড়ি ভাঙচুর না হয়৷ মানুষেকে যেন হরতাল অবরোধের কারণে ঘরে বসে থাকতে না হয়৷

Demonstrationen in Bangladesch
রাজনীতি স্থিতিশীল হলে দেশের সাধারণ মানুষই দেশকে এগিয়ে নিয়ে যাবে৷ছবি: AP

তাঁরা মনে করেন, রাজনীতি স্থিতিশীল হলে দেশের সাধারণ মানুষই দেশকে এগিয়ে নিয়ে যাবে৷ সরকারকে শুধু নিশ্চিত করতে হবে সুস্থ পরিবেশ এবং ভালো আইন-শৃঙ্খলা পরিস্থিতি৷

দেশের নারীরা মনে করেন, নারীরা এগিয়ে যাচ্ছেন৷ তাঁদের অংশগ্রহণ বাড়ছে কাজে, উন্নয়নে৷ তবে নতুন বছরে এই অগ্রগতি আরো বেগবান হবে বলে তাঁদের প্রত্যাশা৷

এছাড়া, নতুন বছরের শুরুতে আবারো বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে অবিলম্বে এই ব্যবস্থা ফিরিয়ে আনতে সংসদে বিল পাশের আহ্বান জানান৷

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে৷ বিরোধী দলের সঙ্গে এ জন্য ভেতরে ভেতরে আলোচনা চলছে৷ আর দুদক চেয়ারম্যান গোলাম রহমান আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য