রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের বিরুদ্ধে কেন অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধীরা?
এই প্রথমবার রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিরোধী দলগুলি। কেন আনা হলো এই অনাস্থা প্রস্তাব?
বিরোধীরা একজোট হয়ে
ভারতে এখন সংসদের শীত অধিবেশন চলছে। সেখানেই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। নিয়মমতো ৫০ জন রাজ্যসভা সাংসদ সই করে এই প্রস্তাব আনতে পারেন। কংগ্রেস, তৃণমূল, আপ, আরজেডি, ডিএমকে, সিপিআই, সিপিএম, জেএমএম ও সমাজবাদী পার্টির ৬০ জন সাংসদ অনাস্থা প্রস্তাবে সই করেছেন।
এই প্রথমবার
রাজ্যসভার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, এর আগে লোকসভার স্পিকারের বিরুদ্ধে বহুবার অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। কিন্তু রাজ্য়সভার চেয়ারম্যানের বিরুদ্ধে গত ৭২ বছরে এই প্রথমবার বিরোধীরা একজোট হয়ে অনাস্থা প্রস্তাব আনলেন। দেশের উপ রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্য়ানের দায়িত্ব পালন করেন।
এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে
রাজ্য়সভায় এখন ২৩৭ জন সদস্যের মধ্যে এনডিএ-র ১১৯জন সাংসদ আছেন। তাই তাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো চিন্তা নেই। রাজ্যসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব অনুমোদনের পর লোকসভাতেও সেই প্রস্তাব পাস করলে অনাস্তা প্রস্তাব গৃহীত হয় এবং তখন চেয়ারম্যানকে পদত্যাগ করতে হয়। কিন্তু লোকসভা ও রাজ্যসভা দুই জায়গাতেই এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে।
তাহলে কেন এই অনাস্থা প্রস্তাব?
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইট করে অভিযোগ করেছেন, জগদীপ ধনখড় রাজ্যসভা পরিচালনার সময় পক্ষপাতমূলক আচরণ করছেন। তাই খুব বেদনাদায়ক হলেও ইন্ডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত বিরোধী দলগুলি এই অনাস্থা প্রস্তাব এনেছে। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।
তৃণমূলের দাবি
তৃণমূল কংগ্রেসের নেতারা জানিয়েছেন, রাজ্যসভায় বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরেও এই অনাস্থা প্রস্তাব আনার কারণ হলো, বিরোধীরা সংসদীয় গণতন্ত্র রক্ষা করার বার্তা দিতে চেয়েছেন। তৃণমূলের দাবি, তারাই সোনিয়া-সহ কংগ্রেস নেতৃত্বকে এই প্রস্তাব আনার অনুরোধ করেছিলেন।
বিরোধী ঐক্য
শীত অধিবেশনে বিরোধীদের ঐক্যে ফাটল দেখা দিয়েছিল। কংগ্রেস আদানি প্রসঙ্গ তুললেও তাতে সামিল হয়নি তৃণমূল, সমাজবাদী পার্টি এবং আপ। কংগ্রেসের সঙ্গে তৃণমূল, সমাজবাদী পার্টির দূরত্ব বাড়ছিল। এই অবস্থায় ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তাদের ঐক্য আবার ফিরিয়ে এনেছে। ইন্ডিয়া গ্রুপের সব দল মিলে এই প্রস্তাব এনেছে।