কী নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প, কোমি?
১২ মে ২০১৭‘‘আমি আসলে তাঁকে (কোমি) জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ৷ আমি বলেছিলাম, ‘যদি সম্ভব হয়, আপনি কি আমাকে জানাবেন, আমাকে নিয়েও তদন্ত চলছে কিনা?''' এনবিসিকে বলেন মার্কিন প্রেসিডেন্ট৷ এক ডিনারে তাঁদের মধ্যে এ সব কথা হয় বলে জানান তিনি৷ কোমির উত্তর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘তিনি (কোমি) বলেন, ‘আপনাকে নিয়ে তদন্ত হচ্ছে না৷'' দু'জনের মধ্যে টেলিফোন আলাপে বাকি দু'বার কোমির কাছে একই বিষয়ে জানতে চেয়েছিলেন বলেও সাক্ষাৎকারে জানান তিনি৷
মঙ্গলবার জেমস কোমিকে এফবিআই-এর পরিচালকের পদ থেকে বরখাস্ত করেন ট্রাম্প৷ এক্ষেত্রে রাশিয়ার বিষয়টিও তাঁর মাথায় ছিল বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি৷ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব নিয়ে তদন্ত করছে এফবিআই৷ কোমি ছিলেন তার প্রধান৷
এদিকে, নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জেমস কোমির দু'জন সহকর্মীর বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সপ্তাহখানেক পর ট্রাম্প কোমিকে হোয়াইট হাউসে ব্যক্তিগত ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ সেই সময় ট্রাম্প কোমির কাছে জানতে চান, তিনি (কোমি) তাঁর প্রতি আনুগত্যের অঙ্গীকার করবেন কিনা৷ কোমি তখন সেটি করতে অস্বীকার করে ট্রাম্পকে জানিয়েছিলেন যে, তিনি (কোমি) তাঁর সঙ্গে সবসময় সৎ থাকবেন৷
সেদিনের আলোচনা বরখাস্তের একটি কারণ হতে পারে বলে কোমি এখন বিশ্বাস করছেন, বলে দাবি নিউ ইয়র্ক টাইমসের৷
নিউ ইয়র্ক টাইমস অবশ্য বলছে, ট্রাম্প এনবিসির কাছে যে ডিনারের কথা বলেছেন, আর কোমির দু'জন সহকর্মী যে ডিনারের কথা উল্লেখ করছেন, দু'টো একই কিনা তা নিশ্চিত নয়৷ তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দু'জন একবারই ডিনারে অংশ নেন বলে নিউ ইয়র্ক টাইমস বিশ্বাস করে৷
এদিকে, এনবিসির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কোমি তাঁর চাকরি বাঁচাতে নিজেই ডিনারের আবেদন করেছিলেন৷ তবে কোমির দুই সহকর্মী নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ট্রাম্পই কোমির সঙ্গে ডিনার করতে চেয়েছেন৷
কোমির কাছে ট্রাম্পের আনুগত্য চাওয়ার বিষয়টি সত্য নয় বলে নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হুকাবে স্যান্ডার্স৷ তিনি বলেন, ‘‘ট্রাম্প কখনই কারও কাছে তাঁর প্রতি আনুগত্যের দাবি করবেন না, শুধু দেশ ও তাঁর মহান নাগরিকদের প্রতি কারও আনুগত্য চাইতে পারেন৷''
জেডএইচ/ডিজি (এএফপি, নিউ ইয়র্ক টাইমস)