রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়া
২৭ ডিসেম্বর ২০১৯গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়৷ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও এর পেছনে ইরানের হাত আছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব৷ সেই থেকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে৷
এমন পরিস্থিতিতেই শুক্রবার ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চার দিনের এই মহড়া শুরু করা হয়৷
ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবল ফজল শেকারচি বলেন, তিন দেশের প্রথম এই মহড়ার মাধ্যমে ওমান উপসাগর পর্যন্ত আঞ্চলিক নিরাাপত্তা নিশ্চিত করা হবে৷
এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান জানিয়েছেন, মহড়ায় তার দেশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী জিনিং পাঠাবে৷ তবে তিনি বলেন, এ মহড়া ‘স্বাভাবিক সামরিক বিনিময়ের অংশ' আর ‘‘আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতেই হবে এমন কোনো কথা নেই৷
এসিবি/কেএম (রয়টার্স, এপি)