1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার আটক

২৯ মে ২০১৩

রাষ্ট্রবিরোধী মতামতযুক্ত ব্লগ পরিচালনার দায়ে এক ব্লগারকে আটক করেছে ভিয়েতনাম পুলিশ৷ কমিউনিস্ট শাসিত দেশটিতে সাম্প্রতিক সময়ে ভিন্নমতাবলম্বীদের ধরপাকড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই৷

https://p.dw.com/p/18g48
Das undatierte Foto zeigt die Vietnamesin Ta Phong Tan, die verhaftet wurde, weil sie in Blogs Korruption im Polizeiapparat und unfaire Gerichtsurteile angeprangert hat. Ihre verzweifelte Mutter verbrannte sich. Der vietnamesische Einparteienstaat hasst freie Meinungsäußerung. Schikanen gegen Kritiker nehmen zu. Foto: dpa (zu dpa-Korr: "Vietnam hat Blogger im Visier - Familien werden schikaniert" vom 07.08.2012)
ছবি: picture-alliance/dpa

৪৯ বছর বয়সি তুরুং দু নাথ আগে সাংবাদিক ছিলেন৷ ২০১০ সালে সাংবাদিকতা ছেড়ে পুরোপুরি ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি৷ প্রতিষ্ঠা করেন ‘তুরুং দু নাথ – আরেক দৃষ্টিকোন' শীর্ষক একটি ব্লগ সাইট৷

গত রবিবার নাথকে ডানাং এর বাড়ি থেকে আটক করে পুলিশ৷ এসময় পুলিশ তাঁর বাড়িতে তল্লাশিও চালায়৷ আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রাজধানী হ্যানয়ে নেওয়া হয়েছে৷ ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জরুরি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নাথকে আটক করা হয়েছে৷'

মন্ত্রণালয় জানিয়েছে, নাথের বিরুদ্ধে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে৷ এই অভিযোগ প্রমাণ হলে তাঁর সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷

বলাবাহুল্য, গত বছর থেকে ভিয়েতনামে অনলাইনে সরকারের সমালোচনামূলক লেখালেখি বেড়ে গেছে৷ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত ভিয়েতনামে আর্থিক মন্দা দেখা দেওয়ায় এসব লেখালিখে বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে৷ ব্লগাররা এই মন্দার পেছনে সেদেশের প্রধানমন্ত্রী নুগুয়েন তান দুং-এর স্বজনপ্রীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করছেন৷ তবে প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন৷

তুরুং দু নাথ তাঁর ব্লগে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন৷ সেদেশের প্রধানমন্ত্রীও তাঁর লেখালেখি থেকে বাদ পড়েননি৷ জুন মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের কনফিডেন্স ভোট নিয়ে কয়েক সপ্তাহে আগে একটি অনলাইন জরিপ পরিচালনা করে আলোচনায় আসেন নাথ৷ ধারণা করা হয়, এসব কর্মকাণ্ডের জন্যই ভিয়েতনাম সরকার তাঁর উপরে চটেছে৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য