ব্লগার আটক
২৯ মে ২০১৩৪৯ বছর বয়সি তুরুং দু নাথ আগে সাংবাদিক ছিলেন৷ ২০১০ সালে সাংবাদিকতা ছেড়ে পুরোপুরি ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি৷ প্রতিষ্ঠা করেন ‘তুরুং দু নাথ – আরেক দৃষ্টিকোন' শীর্ষক একটি ব্লগ সাইট৷
গত রবিবার নাথকে ডানাং এর বাড়ি থেকে আটক করে পুলিশ৷ এসময় পুলিশ তাঁর বাড়িতে তল্লাশিও চালায়৷ আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রাজধানী হ্যানয়ে নেওয়া হয়েছে৷ ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জরুরি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নাথকে আটক করা হয়েছে৷'
মন্ত্রণালয় জানিয়েছে, নাথের বিরুদ্ধে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে৷ এই অভিযোগ প্রমাণ হলে তাঁর সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷
বলাবাহুল্য, গত বছর থেকে ভিয়েতনামে অনলাইনে সরকারের সমালোচনামূলক লেখালেখি বেড়ে গেছে৷ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত ভিয়েতনামে আর্থিক মন্দা দেখা দেওয়ায় এসব লেখালিখে বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে৷ ব্লগাররা এই মন্দার পেছনে সেদেশের প্রধানমন্ত্রী নুগুয়েন তান দুং-এর স্বজনপ্রীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করছেন৷ তবে প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন৷
তুরুং দু নাথ তাঁর ব্লগে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন৷ সেদেশের প্রধানমন্ত্রীও তাঁর লেখালেখি থেকে বাদ পড়েননি৷ জুন মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের কনফিডেন্স ভোট নিয়ে কয়েক সপ্তাহে আগে একটি অনলাইন জরিপ পরিচালনা করে আলোচনায় আসেন নাথ৷ ধারণা করা হয়, এসব কর্মকাণ্ডের জন্যই ভিয়েতনাম সরকার তাঁর উপরে চটেছে৷
এআই/ডিজি (রয়টার্স)