রিচার্লিসনের জোড়া জাদুতে ব্রাজিলের অনায়াস জয়
২৪ নভেম্বর ২০২২বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল প্রথম গোল পেয়ে যায় ৬২ মিনিটেই৷
তখন যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল সার্বিয়ার পেনাল্টি সীমানায়৷ একে একে তিনজনকে কাটিয়ে বক্সে ঢুকলেন নেইমার, বল বাড়ালেন ভিনিসিউসকে, ভিনিসিউসের ডান পায়ের তীব্র শট ফেরাতে চাইলেও পুরোপুরি পারলেন না সার্বিয়ার গোলরক্ষক ভানিয়া মিলিঙ্কোভিচ সাভিচ, রিবাউন্ডে বল পেয়ে সহজেই জাল কাঁপালেন রিচার্লিসন৷
ছবির মতো এই গোলের পরই খুলে যায় স্লুইস গেট৷ সার্বিয়ান দীর্ঘদেহীরা তখন বড় অসহায়৷ মুহূর্মুহু আক্রমণে দিশেহারা ডিফেন্ডারদের দর্শক বানিয়ে ৭৩ মিনিটে আবার রিচার্লিসনের গোল৷ সেই গোলেও ছিল ভিনিসিউসের ছোঁয়া৷ তার টোকায় আসা বলে এবার ডান পায়ের জাদুকরী ব্যাকভলি টটেনহাম ফরোয়ার্ডের৷ ব্রাজিল ২- সার্বিয়া ০৷
৮১ থেকে ৮৩ -এই তিন মিনিটে ব্যবধান হতে পারতো ৫-০৷ কিন্তু কাসিমিরোর জোরালো শট বার কাঁপিয়ে ফিরে আসে, ৮২ মিনিটে রডরিগোর শট জালে যেতে দেননি গোলরক্ষক ভানিয়া মিলিঙ্কোভিচ সাভিচ, ৮৩ মিনিটে ফ্রেডের শটও তিনি ফিরিয়ে দেন অসাধারণ দক্ষতায়৷
বড় জয় না পেলেও সহজ জয় দিয়েই জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ শেষ করলো ব্রাজিল৷ হেক্সার দু দশকের অপেক্ষার অবসানের কঠিন মিশন অবশ্য সবে শুরু!
এসিবি/ কেএম (জেডডিএফ)