রেকর্ড সংক্রমণ জার্মানিতে, কঠোর বিধি একাধিক দেশে
১২ জানুয়ারি ২০২২গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ২১ হাজার ৫০০৷ এক লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার ৪০৭.৫৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের৷
জার্মানির সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ লাইফ এরিক জান্ডার ডয়চে ভেলেকে বলেন, ‘‘নতুন বিধির কারণে এবং ওমিক্রনের ফলে সংক্রমণ বেড়েছে কি না বলা মুশকিল৷ তবে সংক্রমণ বাড়ছে৷ করোনাকে ঠেকাতে সবরকম নিয়ম মেনে চলতে হবে৷ আগে যারা সংক্রমিত হয়েছিলেন, ভাইরাসের নতুন এই প্রজাতির হানায় তাদেরও সংক্রমণ হচ্ছে৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷''
স্বাস্থ্য মন্ত্রী কার্ল লাউটারবাখ অতিরিক্ত ৫০ লাখ বায়োটেক ফাইজার ডোজের কথাও উল্লেখ করেছেন৷ রোমানিয়া থেকে এগুলি আনা হয়েছে৷ মিলবে ২৪ জানুয়ারি থেকে৷ বুস্টার নিয়ে নিয়মিত প্রচারের কথা বলা হয়েছে৷ যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রকৃত টিকার বুস্টার ডোজ বারবার নেওয়াটা কাজের কথা না৷বরং মারণ ভাইরাস থেকে বাঁচতে আরও শক্তিশালী নতুন ডোজের প্রয়োজন৷
শুধু জার্মানি না, বিশ্বের অন্যান্য দেশ হংকংয়ে কঠোর বিধি জারি রয়েছে৷ দক্ষিণ কোরিয়া নোভাভ্যাক্স কোভিড ১৯ ব্যবহারে সবুজ সঙ্কেত দিয়েছে৷ এটি ওরাল ড্রাগ৷ ফিলিপাইন্সে টিকা না নিলে যানবাহনে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বলেই মনে করছেন আমেরিকার বিশেষজ্ঞরা৷
আরকেসি/কেএম (এএফপি, রয়টার্স)