রোহিঙ্গা প্রশ্নে পাস হওয়া প্রস্তাব মিয়ানমারের জন্য চাপ
১৩ জুলাই ২০২১তারা মনে করেন, জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব রোহিঙ্গাদের পক্ষে একটা নতুন নৈতিক ভিত্তি তৈরি করলো৷ বিশ্বের সবদেশ রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা, নির্যাতন, তাদের নিজ দেশ থেকে বিতাড়নের বিষয়টি স্বীকার করে নিলো৷ তবে এটা বাস্তবায়নের পদক্ষেপ নিতে পারে নিরাপত্তা পরিষদ৷ মানবাধিকার পরিষদের সেই ক্ষমতা না থাকলেও বাস্তবতা সবাই স্বীকার করে নিলো৷ তবে বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টা বারবার তুলে ধরতে হবে, এমনকি প্রাসঙ্গিক না হলেও তুলে ধরতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন৷
সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করা হয়৷ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকট সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হয়েছে৷ বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সব সদস্য রাষ্ট্রের পক্ষে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয়৷
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যৌন নির্যাতনসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনা এবং তদন্ত প্রক্রিয়া জোরদার করার প্রস্তাব গ্রহণ করা হয়৷ আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়াকেও সমর্থন জানানো হয়৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘বিষয়টি উল্টো করে দেখলে এর গুরুত্ব বোঝা যাবে৷ যদি প্রস্তাবটি পাস না হতো তাহলে মিয়ানমারের সামরিক সরকার উল্লসিত হতো৷ তারা আরো জোর পেতো৷ তাই এই প্রস্তাবটি পাশ হওয়ায় তাদের ওপর এক ধরনের নতুন চাপ তৈরি হয়েছে৷ এর একটি নৈতিক গুরুত্ব আছে৷ প্রতীকী গুরুত্ব আছে৷ তারা রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা ও অমানবিক নির্যাতন করেছে তা বিশ্বের সব দেশ স্বীকার করে নিলো৷’’
তিনি বলেন, ‘‘মানবাধিকার পরিষদের নিজের এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষমতা নেই৷ সেটা চাইলে নিরাপত্তা পরিষদ করতে পারে৷ কিন্তু এখন দেখার বিষয়, নিরাপত্তা পরিষদে মানবাধিকারের প্রবক্তা দেশগুলো কী ভূমিকা রাখে৷’’
সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) শহীদুল হক বলেন, ‘‘ভারত, চীন ও জাপানের মতো দেশগুলো এখনো মিয়ানমারের সামরিক শাসকদের সাথে কাজ করছে৷ তাদের সেখানে স্বার্থ আছে৷ রোহিঙ্গা ইস্যুতে তাদের মানবতার পক্ষে অবস্থান স্পষ্ট নয়৷ তবে এই প্রস্তাব পাস হওয়ার পর তারা তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনে কিনা তা দেখার বিষয়৷ আর বিশ্ব নেতৃত্ব কী করে তা-ও দেখতে হবে৷’’
দু'জন বিশ্লেষকই মনে করেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের কোনো সমস্যা নয়৷ বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলেও এটা একটা আন্তর্জাতিক সমস্যা৷ তাই বিশ্বের সব দেশের উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করা৷ মিয়ানমার যেন কোনো আন্তর্জাতিক সমর্থন না পায়৷ এই প্রস্তাব গ্রহণের মাধ্যমে এটা আরো একবার স্পষ্ট হলো যে, এটা আন্তর্জাতিক সমস্যা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব নেয়া উচিত৷
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, ‘‘বাংলাদেশের এখন কাজ হলো এই ইস্যুটিকে সব সময় জীবন্ত রাখা৷ কোনোভাবে যেন এটা চাপা পড়ে না যায়৷ সেজন্য বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুটিকে সব সময় তুলে ধরা৷ বিভিন্ন দেশকে সার্বক্ষণিক বলা৷ যদি প্রাসঙ্গিকও না হয় তারপরও তুলে ধরতে হবে, যাতে এই ইস্যুটা দৃষ্টিসীমা থেকে সরে যেতে না পারে৷ নতুন এই প্রস্তাব পাস হওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হলো৷’’
অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, ‘‘বাংলাদেশের সুশীল সমাজ ও সংবাদমাধ্যমেরও দায়িত্ব আছে৷ আমাদের এখানে কিছু একটা হলেই জাতিসংঘ বিবৃতি দেয়৷ আমরা সেটা ফলাও করে প্রচার করি৷ অন্য আরো অনেক বিষয়ে জাতিসংঘের কোনো ভূমিকা দেখি না৷ সংবাদমাধ্যমের এটি বলা উচিত৷’’
বাংলাদেশের এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন শহীদুল হক৷
ভাসানচর ও কক্সবাজারের ৩৫টি রোহিঙ্গা ক্যাম্প মিলিয়ে বাংলাদেশে এখন ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর বসবাস ৷ এই ১১ লাখের মধ্যে সাত লাখ মিয়ানমার থেকে আসেন ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর হামলা ও নির্যাতনের মুখে৷