1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোমাঞ্চকর ত্রিমাত্রিকে ফিরছেন কারিশমা

১৪ জুন ২০১১

কারিশমা কাপুরের কথা মনে আছে৷ একসময় বলিউড কাঁপানো এই কাপুর কন্যা বিয়ের পর মোটামুটি অঘোষিত অবসরে চলে গিয়েছিলেন৷ বলিউডে তাঁর অভাব অবশ্য খুব একটা টের পেতে দেননি কারিনা কাপুর৷

https://p.dw.com/p/11Zew
ফিরছেন নায়িকা আবারওছবি: APImages

সেই কারিশমা আবারো ফিরে আসছেন বলিউডে৷ ছবির নাম ‘ডেঞ্জারাস ইসক', বলা হচ্ছে ছবিটি হবে বেশ রোমাঞ্চকর৷ তবে, সবচেয়ে ব্যতিক্রমী হচ্ছে এটি ত্রিমাত্রিক সিনেমা৷ যার পরিচালক বিক্রম ভাট৷

কারিশমার কাছের এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, এই কাপুর কন্যা আসলে কখনোই আনুষ্ঠানিক অবসরের ঘোষণা করেননি৷ ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ের পর সিনেজগত থেকে খানিকটা দূরে চলে যান তিনি৷ মাঝে শুধু ২০০৬ সালে একটি চলচ্চিত্র অভিনয় করেন কারিশমা৷

বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়েও বেশ ব্যস্ত এই তন্বী৷ সামিরা এবং কিয়ান রাজ নামের দুটি ফুটফুটে সন্তানের মা তিনি৷ শোনা যায়, বিয়ের পরও সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়মিতই পেয়েছিলেন কারিশমা৷ আর সেই ধারাবাহিকতায় বিক্রমের ছবিতেই হ্যাঁ বললেন তিনি৷ ইতিমধ্যে এই পরিচালকের আরেকটি ত্রিমাত্রিক ছবিও সাফল্য পেয়েছে৷

বিক্রম জানান, আমি প্রথম যখন কারিশমাকে এ ব্যাপারে জানাই, সে ছবির কাহিনী এবং চিত্রনাট্য বেশ পছন্দ করে৷ এটি নারীকেন্দ্রিক ছবি এবং কারিশমাই থাকছে কেন্দ্রীয় চরিত্রে৷ আগামী সেপ্টেম্বরে রাজেস্থানে ছবির শুটিং শুরু হবে৷

কারিশমা'র কথায়, আমি এই ছবিতে অভিনয়ে খুবই আগ্রহী৷ এধরনের চরিত্রে আগে কখনো কাজ করিনি আমি৷ ছবির চিত্রনাট্য আমার বেশ পছন্দ হয়েছে, আর ত্রিমাত্রিক ধারায় কাজ করাটাও এক নতুন অভিজ্ঞতা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়