রোহিঙ্গাদের দেখতে গেলেন আনান
৩০ নভেম্বর ২০১৬কোফি আনান এক সপ্তাহ ধরে মিয়ানমারে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন৷ রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনী অকথ্য নির্যাতন চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে৷ নভেম্বরে শত শত রোহিঙ্গা পাড়ি জমিয়েছেন বাংলাদেশে৷
প্রতিবেশী অন্যান্য দেশেও আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা৷ সেনাবাহিনী হত্যা, নির্যাতন, গণধর্ষণ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অন্তত ৩০ হাজার রোহিঙ্গা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে প্রাণ ভয়ে৷
তবে এখনো মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছে৷ মিয়ামনার সরকার দাবি করেছে, রোহিঙ্গাদের নয়, গতমাসে পুলিশ চেকপোস্টে হামলাকারী ‘সন্ত্রাসীদের' ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী৷ তবে জাতিসংঘ মনে করে, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হচ্ছে তা একটি জাতিকে নির্মূল করার প্রয়াসের সঙ্গে তুলনীয়৷
এদিকে, রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিভিন্ন ও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম৷ রাখাইনে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী ও অধিকার কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ মঙ্গলবার এক বিবৃতিতে ইউএন ওএইচসিএইচআর বলেছে, মিয়ানমার রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল৷ ২০১২ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়েছে৷
সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সীমান্ত থেকে আবার সেদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ৷ রোহিঙ্গাদের বহনকারী কয়েকটি নৌকাকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে দেয়নি সীমান্তরক্ষীরা৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷