1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে বেলজিয়ামের রানি

৭ ফেব্রুয়ারি ২০২৩

বেলজিয়ামের রানি মাথিল্ডে বাংলাদেশ সফরে এসে কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যান৷ সেখানে তিনি মিয়ানমারে সহিংসতার শিকার নারীদের সঙ্গে কথা বলেন৷

https://p.dw.com/p/4NBnq
Rohingya Flüchtlingslager in Bangladesch
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

মঙ্গলবার সকাল ১১টার দিকে রানি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বলে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন জানান৷

তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পে পৌঁছে রানি রোহিঙ্গা শিশুদের ‘লার্নিং সেন্টার'-এ গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন৷ পরে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন৷

এ সময় তিনি ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন৷

রোহিঙ্গা ক্যাম্প  পরিদর্শনের সময় বেলজিয়ামের রানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি৷ তবে কথা বলেছেন তার সঙ্গে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ৷

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বেলজিয়ামের রানির এ সফর বাংলাদেশ-বেলজিয়ামের মধ্যে সম্পর্কের উন্নয়নে সহায়ক ভমিকা রাখবে৷ একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশ যে সহায়তা দিচ্ছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে আলোচনা হবে৷ এ ছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে স্বসম্মানে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহায়ক হবে৷

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন বেলজিয়ামের রানি৷ সেখান থেকে সড়ক পথে সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান৷

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন৷

তিনদিনের সফরে মাথিল্ডে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান৷

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের' হিসেবে রানি মাথিল্ডের এই বাংলাদেশ সফর৷ জাতিসংঘের মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি৷

তিনদিনের সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন৷ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও একটি পোশাক কারখানা, স্থানীয় স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে রানির৷ এছাড়াও খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে রানির৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য