লন্ডনে বিক্ষোভ চলছেই, এবার হিথ্রো অচলের হুমকি
জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবিতে লন্ডনে বিক্ষোভ চলছে গত সোমবার থেকে৷ এর মাত্রা ক্রমশ বাড়ছে৷ সড়ক, রেল বন্ধের পর এখন হিথ্রো বিমাবন্দর বন্ধের হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা৷
বিক্ষোভ চলছেই
জলবায়ু পরিবর্তন রোধে আরো শক্তিশালী পদক্ষেপ নেয়ার দাবিতে গত সোমবার থেকে বিক্ষোভ করছে ‘দ্য এক্সটিংকশন রেবেলিয়ন’ নামের একটি সংগঠন৷ কয়েকশ প্রতিবাদকারী পার্লামেন্ট চত্বর, ওয়াটার লু ব্রিজ ও অক্সফোর্ড সার্কাসসহ ব্রিটেনের রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো অবরোধ করে রাখে৷
এবার হিথ্রো
বিক্ষোভকারীরা সড়ক, সেতুর উপর শুয়ে প্রতিবাদ জানিয়ে আসছে৷ এতে লন্ডনে যান চলাচলেও ব্যাপক সমস্যা হচ্ছে৷ শুক্রবার তাদের একটি অংশ হিথ্রো বিমানবন্দরের বাইরে অবস্থান নেয়৷ পরে অবশ্য পুলিশ সেখান থেকে তুলে দেয় তাদের৷
হিথ্রো অচলের হুমকি
দাবি না মানলে আগামী শুক্রবার বিশ্বের অন্যতম ব্যস্ত হিথ্রো বিমান বন্দর অচল করে দেয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিক্ষোভকারীরা৷ ইস্টারের ছুটির কারণে এ সময় বিমানবন্দরটিতে যাত্রীদের চাপ থাকে কয়েকগুণ বেশি৷
কী করবে কর্তৃপক্ষ
হিথ্রো বিমানবন্দর অচলের ঘোষণায় উদ্বিগ্ন দেশটির পুলিশ বাহিনী৷ তারা প্রতিবাদকারীদের বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনার আহবান জানিয়েছে৷ এর শক্ত জবাব দেয়া হতে পারে বলেও জানিয়ে রেখেছেন এক কর্মকর্তা৷ প্রতিবাদকারীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে যাত্রীদের সমস্যা হয় এমন কিছু না করার আহবান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷
অনড় বিক্ষোভকারীরা
বিক্ষোভকারীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘‘আইন ভাঙার এবং অন্যের জীবনে সমস্যা তৈরির অধিকার তাদের নেই৷’’ অন্যদিকে এক্সটিংকশন রেবিলিয়নের সহ-প্রতিষ্ঠাতা হেইল ব্র্যাডব্রুক বলেছেন, প্রতি মুহূর্তে নতুন মানুষ বিক্ষোভে যোগ দিচ্ছে৷‘‘দাবি মানা না হলে কৌশল বদলানো হবে,’’ বলেন তিনি৷
গ্রেপ্তারও চলছে
বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীদের তুলে দেয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে৷ এ পর্যন্ত ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
কী চান তারা
এক্সটিংকশন রেবিলিয়ন ব্রিটেনে ‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণার জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি জানাচ্ছে৷ তাদের কথা, ২০২৫ সালের মধ্যেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা শুন্যের কোঠায় নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷
ব্রিটেনের জলবায়ু লক্ষ্যমাত্রা
১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা ৪০ ভাগে নামিয়ে এনেছে ব্রিটেন৷ ২০৫০ সালের মধ্যে তা আশিভাগে হ্রাস করার পরিকল্পনা সরকারের৷ আগামী মাসে এ বিষয়ে নতুন পরিকল্পনার ঘোষণা আসার কথা৷ জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ২০৫০ সালের মধ্যে নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার পরামর্শ দিয়ে রেখেছে৷