লন্ডন অলিম্পিকে নাইকির বাজার ছিনিয়ে নিতে চায় আডিডাস
৩০ মে ২০১১আর সাথে চিরপ্রতিদ্বন্দ্বী নাইকির কাছ থেকে বাজারের নেতৃত্বও হরণ করতে চায়৷ আডিডাসের প্রধান নির্বাহী হ্যর্বার্ট হাইনার লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘‘২০১৫ সালের মধ্যে আমরা যুক্তরাজ্যের বাজারের নেতৃত্ব অর্জন করতে চাই, আর সেজন্যে অলিম্পিক একটা মজবুত স্তম্ভ৷'' বিশ্বের বৃহত্তম স্পোর্টসওয়্যার গ্রুপ নাইকি সম্প্রতি যুক্তরাজ্যের স্পোর্টস পোশাক বাজারে প্রায় শতকরা ১৮ ভাগ শেয়ার অর্জন করেছে৷ যার অর্থমূল্য ৪.৩ বিলিয়ন পাউন্ড৷ যেখানে শতকরা ১৫ ভাগ শেয়ার নিয়ে আডিডাস রয়েছে দ্বিতীয় অবস্থানে৷
আডিডাস আয়োজক দেশগুলোর অ্যাথলিটদের জন্যে স্টেলা ম্যাককার্টনির নকশায় পোশাক প্রস্তুত করে এবং ২০১২ -র লন্ডন স্পোর্টস পোশাক পণ্য যুক্তরাজ্যে বিক্রির জন্যেও তৈরি করছে৷ যেখানে আডিডাসের তিন স্ট্রাইপের লোগোটি ব্যবহার করা হচ্ছে না৷
স্পোর্টসওয়্যারের আনুষ্ঠানিক অংশীদার হিসেবে আডিডাস অলিম্পিক ভিলেজে অ্যাথলিটদের জন্য পোশাক এবং স্বেচ্ছাসেবীদের পোশাকও প্রস্তুত করবে৷ প্রতিষ্ঠাতা আডি ডাসলারের আডিডাস ১৯২৮ সালের গেমসেও অ্যাথলিটদের জন্যে দৌড়ানোর জুতো তৈরি করেছিল৷ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, লন্ডন ২০১২-র পণ্যসামগ্রী পর্যটন স্টোরগুলোতে ইতোমধ্যেই ভালো বিক্রি হওয়া শুরু হয়ে গেছে৷
আডিডাসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের প্রধান বাজারগুলোতে ২০১২ সালের পণ্যসামগ্রী বিক্রির বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা চলছে৷ আশা করা হচ্ছে, আগামী বছরের শুরু থেকে ফ্রান্সে ২০১২-র স্পোর্টস সামগ্রী বিক্রি শুরু করতে পারা যাবে৷
প্রধান নির্বাহী হাইনার বলেন, লাইসেন্সের অধিকার কেনার যে খরচ, এবং মার্কেটিং দুটোর ব্যয়ই পৌঁছাবে প্রায় ১শ মিলিয়ন পাউন্ডে৷ তিনি বলেন, ‘‘ অবশ্যই যা আশা করা হয়েছিল ব্রিটেনের দলটি তারচেয়ে ভালো করছে৷''
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়