লেবাননে সংস্কারের শেষ সুযোগ
২ সেপ্টেম্বর ২০২০বৈরুত বন্দরে বিস্ফোরণের চার সপ্তাহ পরে রাজনৈতিক নেতৃত্বে সংস্কার করার জন্য লেবাননের ওপর চাপ আরো বাড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ অক্টোবরের মধ্যে সংস্কার ব্যবস্থা চালু করলেই লেবাননকে দীর্ঘ মেয়াদী আন্তর্জাতিক সহায়তা দেয়া হবে, বৈরুত সফরকালে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট মাক্রোঁ৷
আগামী ১৫ দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করা হচ্ছে বলে ভূমধ্যসাগরীয় দেশটির রাজনীতিবিদেরা মনে করছেন৷ জার্মানিতে লেবাননের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা আবিদকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করাকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রো৷
লেবাননে মৌলিক পরিবর্তন আনার জন্য আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ৷ তা না করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন মাক্রোঁ৷
লেবানন গত কয়েক মাস ধরে গুরুতর অর্থনৈতিক সঙ্কটে রয়েছে৷ একদিকে করোনা মহামারি এবং অন্যদিকে বৈরুত বিস্ফোরণের ফলে লেবাননের পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷
এনএস/কেএম (ডিপিএ, এএফপি, রয়টার্স)