শরণার্থী শিবিরে জীবন যেমন
শরণার্থী সংকট নিরসনের জন্য নেয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ৷ আসলে কোথায় কেমন আছে শরণার্থীরা? শরণার্থী শিবিরে তাদের জীবন কেমন? চলুন দেখা যাক৷
ফ্রান্সে আন্তর্জাতিক মানের শরণার্থী শিবির
এ মাসেই খুলেছে ফ্রান্সের ডুনকিন শহরের কাছের গ্রান্ডে-সিন্থের এই শরণার্থী শিবির৷ ৩৭৫টি ক্যাবিন তৈরির পরিকল্পনা নিয়ে কাজ শুরু হলেও শিবিরে এ পর্যন্ত ২০০টি ক্যাবিনের কাজ শেষ হয়েছে৷ ২৫০০ শরণার্থীর জন্য তৈরি এ শিবিরটিতে স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই আছে৷
আশার প্রতিচ্ছবি
গ্রান্ডে-সিন্থের শরণার্থী শিবিরে এক কুর্দি শিশু৷ চরম সংকটের সময়েও শিশুটির মুখে সুদিনের আশা জাগানিয়া হাসি৷
শরণার্থী শিবিরেই লেখাপড়া
আলজেরিয়ার এক শরণার্থী শিবিরেরই স্কুলে শিশুদের পড়াচ্ছেন এক শিক্ষক৷ আলজেরিয়ার পাঁচটি শিবিরে এখন ১ লক্ষ ৬৫ হাজার শরণার্থী রয়েছে৷
ভয় আর আতঙ্ক
গ্রিসের ইডোমেনি গ্রামের শিবিরের এক কিশোরী৷ চোখে-মুখে তার ভয় আর আতঙ্ক৷
আনন্দ
ইডোমেনির শরণার্থী শিবিরে শিশুদের খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছে এক পারফর্মার৷ চিকিৎসকদের পরামর্শেই শিশুদের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে এমন আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়৷
পরিবর্তনের আশা
সিরিয়া ও মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশ থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় ২৭ লাখ শরণার্থী৷ তুরস্কের সুরুক শহরের শিবিরে তাঁবুর সারির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন এক মাঝবয়সি শরণার্থী৷ তাকে অনুসরণ করছে এক শিশু৷ দু’জনই চায় পরিস্থিতির পরিবর্তন৷
বিশ্রাম
উত্তর-পূর্ব সুদানের এক আশ্রয় কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন ইরিত্রীয় অভিবাসনপ্রত্যাশী৷
সম্বল একটি চাকা
জর্ডানের মাফরাক শহরের জাতারি শরণার্থী শিবিরে গাড়ির টায়ার নিয়ে খেলছে৷ শরণার্থী শিবিরে গাড়ির টায়ারইবা পায় ক’জন শিশু!