1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি ফেরানোর আশায় #হোকপ্রতিবাদ

২২ জানুয়ারি ২০১৫

বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা৷ বিএনপি নেতৃত্বাধীন বিশদলের অবরোধের কাছে হার মানতে নারাজ সরকার৷ এদিকে, সহিংসতা, আগুনে মরছে সাধারণ মানুষ৷

https://p.dw.com/p/1EP4E
Bangladesch Opfer eines Brandanschlags auf ein Bus in Dhaka 21.01.2015
ছবি: picture alliance/ZUMAPRESS.com

বাংলা ভাষায় হ্যাশট্যাগ টুইটার এখনো গ্রহণ করে না৷ হয়ত চাহিদা নেই বলেই তাদের এই অবস্থান৷ তাই কারিগরিভাবে বাংলা হ্যাশট্যাগ ব্যবহার কার্যত অর্থহীন ব্যাপার৷ তবে বর্তমান বাস্তব প্রেক্ষাপটে #হোকপ্রতিবাদ হ্যাশট্যাগটির গুরুত্ব অনেক৷

অবরোধের সময় বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদের একদল মানুষ পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন৷ তাদের প্রতিবাদের শিরোনাম ‘শান্তির জন্য #হোকপ্রতিবাদ৷' ইতোমধ্যে একটি ফেসবুক পাতা খুলে এই বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ পাশাপাশি সন্ত্রাসবিরোধী আলোর মিছিলের আয়োজন করেছে আরেকটি পক্ষ৷

Proteste in Dhaka Bangladesch 24.12.2014
জ্বলছে আগুনছবি: AFP/Getty Images

বৃহস্পতিবার পাতাটিতে একটি স্টিকি পোস্টে লেখা হয়েছে ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গানের কয়েকটি লাইন, ‘‘মানুষ যদি সে না হয় মানুষ/দানব কখনও হয় না মানুষ/যদি দানব কখনওবা হয় মানুষ/লজ্জা কি তুমি পাবেনা.....৷''

এদিকে, রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ হয়ে মুখ খুলতে শুরু করেছেন বিনোদন জগতের তারকারাও৷ আগুনে পোড়া একটি লঞ্চের ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘‘খালেদা জিয়া এবং হাসিনা থামেন প্লিজ৷ জাস্ট স্টপ৷ এটা আমার দেশ না... কত বড় সাহস আপনাদের আমাদের সম্পদ নষ্ট করছেন... জাস্ট স্টপ৷''

বলাবাহুল্য, রাজনৈতিক এই অস্থিরতা দমাতে ঢালাওভাবে ধরপাকড়ও চালাচ্ছে বাংলাদেশ পুলিশ৷ কথিত ‘বন্দুকযুদ্ধে' মারা যাচ্ছে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা৷ সরকারি মন্ত্রীদের হিসেবে, গত কয়েকদিন সাত হাজার আন্দোলনকারী গ্রেপ্তার হয়েছে৷ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গুরুত্ব পেয়েছে৷ বিশেষ করে টুইটারে অনেকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেছেন৷

উল্লেখ্য, বাংলাদেশের দশম জাতীয় নির্বাচনের এক বছর পূর্তির দিন ঢাকায় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি৷ কিন্তু সরকার সেই সমাবেশের অনুমতি না দিয়ে তার দু'দিন আগে থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে৷ এরপর বিএনপিসহ বিশ দলের ডাকা অবরোধ এখনো চলছে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য