শাহবাগ এখন সর্বত্র৷ এবং সর্বত্র বলতে দুনিয়ার যেখানেই বাংলাদেশিরা আছেন, বাঙালিদের বাস৷ কাজেই লন্ডন শহর যে বাদ যাবে না, সেটা স্বাভাবিক৷ বুধবারেও লন্ডনে বিবিসির কার্যালয়ের সামনে আন্দোলনের কর্মসূচি ছিল৷ তবে আন্দোলনের সঙ্গে বিরোধও রয়েছে, ঠিক ঢাকার মতোই৷ লন্ডনবাসী বাংলাদেশি, আমার ব্লগ’এর প্রতিষ্ঠাতা সুশান্ত দাশগুপ্তর সঙ্গে সে বিষয়ে কথা বলেন অরুণ শঙ্কর চৌধুরী৷