শিল্পীদের চোখে মেসি, রোনাল্ডোরা
বিশ্বকাপের সময় খেলোয়াড়দের স্টিকার সংগ্রহ করা অনেকের প্রিয় শখ৷ সুইজারল্যান্ডের ‘চুটি হেফটলি’ স্টিকার অ্যালবাম শিল্পীদের আঁকা ছবি দিয়ে স্টিকার বানিয়ে থাকে৷ এবারের স্টিকারগুলো কেমন হয়েছে, তা জানা যাবে এই ছবিগুলো দেখে৷
টোমাস ম্যুলার
জার্মান এই ফুটবলারের অন্যতম প্রিয় কাজ মাথা চুলকানো৷ বিশেষ করে সাক্ষাৎকারের সময় এটি করে থাকেন তিনি৷ তাই জার্মানির কোলন শহরের আঁকিয়ে রনি হাইমান ছবির জন্য ম্যুলারের এই অভ্যাসটিকেই বেছে নিয়েছেন৷
মোহামেদ সালাহ
মিশরের সালাহ বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম ‘ক্রেজ’৷ লিভারপুলের হয়ে তিনি এই মরসুমে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন৷ রাশিয়ার আঁকিয়ে ওলগা লিসেনকোভা সাধারণত নাদুশনুদুশ ছবি আঁকতে পছন্দ করেন৷ কিন্তু এমন ছবির জন্য তিনি সালাহকেই কেন বেছে নিলেন, তা অবশ্য বোঝার উপায় নেই৷
ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২০১৬ সালে পর্তুগিজ এই তারকার জন্মভূমিতে স্থাপন করা ব্রোঞ্জের একটি মূর্তি ভেঙে ফেলেছিল কিছু মেসি সমর্থক৷ সেই ক্ষতি পুষিয়ে দিতে ইটালির শিল্পী জোসে সালা রোনাল্ডোর এই সুন্দর ছবিটি এঁকেছেন৷ ছবি দেখে মনে হতেই পারে শিল্পী হয়ত পর্তুগালের সমর্থক৷
হ্যারি কেন
ইংলিশ এই ফুটবলারের ছবি দেখে ধারণা করা যায় যে, ছবিটি এঁকেছেন এমন একজন, যিনি অ্যানিমেটেড ফিল্ম নিয়ে কাজ করেন৷ হ্যাঁ, সত্যিই তাই৷ সুইজারল্যান্ডের নাইল স্টুবিংস অ্যানিমেটেড ছবি, মিউজিক ভিডিও এবং টিভির জন্য বিজ্ঞাপন নির্মাণ করেন৷
লিওনেল মেসি
এ কেমন ছবি মেসির! ব্রিটিশ শিল্পী অ্যান্ডি টাকার মেসিকে এমনভাবে কেন আঁকলেন! আসলে তিনি ছবির জন্য খেলোয়াড়দের চেহারার বিশেষ বৈশিষ্ট্যের দিকে একটু বেশি নজর দেন৷ তাই তো মেসির দাড়ি, হেয়ারস্টাইল আর কানকে ছবিতে বেশি প্রাধান্য দিয়েছেন৷
কেভিন ডি ব্রুইনে
বেলজিয়াম আর ম্যানচেস্টার সিটির এই ফুটবলারের পায়ের জোর বোঝাতে শিল্পী কনস্টান্টিন সুনারব্যার্গ এমন ছবি এঁকেছেন৷
পাউল পগবা
সুইজারল্যান্ডের পাট্রিক গ্রাফ কমিক স্টাইলে পগবাকে এঁকেছেন৷ আর ফ্রান্সের জাতীয় ফুটবল দলের নামের (লে ব্ল্যু) সঙ্গে যেহেতু নীল শব্দটি জড়িত আছে তাই পগবার চেহারা নীল করে দেয়া হয়েছে৷ এছাড়া কমিকের মতোই পগবার মুখে সতীর্থদের উদ্দেশ্যে দেয়া কোনো বার্তা ফুটে উঠেছে৷