1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পর্নোগ্রাফি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ

২৪ মার্চ ২০১১

বাংলাদেশের শিশুদের ব্যাপকভাবে পর্নোগ্রাফির কাজে ব্যবহারে উদ্বিগ্ন জাতীয় মানবাধিকার কমিশন৷ কমিশনের চেয়ারম্যান ডয়চে ভেলেকে জানান, শিশুদের পর্নোগ্রাফির কাজে ব্যবহার বন্ধে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করবেন৷

https://p.dw.com/p/10gXv
পর্নোগ্রাফির বিরুদ্ধে শিশুদের প্রতিবাদছবি: AP

বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় শিশুদের ব্যবহার করা হচ্ছে পর্নো সিডি বাজারজাত করার কাজে৷ এছাড়া তাদের হাতে তুলে দেয়া হচ্ছে পর্নো ম্যাগাজিন ও বইপত্র৷ আর এসব তারা বিক্রি করছে প্রকাশ্যেই৷ অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণীর সদস্য তাদের একাজে সহায়তা করে৷ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান রহমান জানান, তাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে৷ শিশুদের এই জঘন্য কাজে ব্যবহারে তারা উদ্বিগ্ন৷ তাই এটি বন্ধে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠান হবে৷ বিষয়টি নিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন৷

ড. মিজান জানান, শিশুদের পর্নোগ্রাফির কাজে ব্যবহারে একটি শক্তিশালী চক্র সক্রিয়৷ তারা শিশুদের দিয়ে পর্ন সিডি বাজারজাত করা ছাড়াও আরো অনেক অপরাধমূলক কাজ করিয়ে থাকে৷ এইসব চক্রকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে৷

তবে তিনি জানান, বাংলাদেশে শিশু পাচারের হার আগের চেয়ে কমে গেছে৷ এটি সরকারের শিশু পাচার বিরোধী কার্যকর উদ্যোগের কারণেই সম্ভব হয়েছে৷ শিশুদের পর্নোগ্রাফির কাজে ব্যবহারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিলে তা কমে আসবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান