শিশু পর্নোগ্রাফি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
২৪ মার্চ ২০১১বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় শিশুদের ব্যবহার করা হচ্ছে পর্নো সিডি বাজারজাত করার কাজে৷ এছাড়া তাদের হাতে তুলে দেয়া হচ্ছে পর্নো ম্যাগাজিন ও বইপত্র৷ আর এসব তারা বিক্রি করছে প্রকাশ্যেই৷ অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণীর সদস্য তাদের একাজে সহায়তা করে৷ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান রহমান জানান, তাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে৷ শিশুদের এই জঘন্য কাজে ব্যবহারে তারা উদ্বিগ্ন৷ তাই এটি বন্ধে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠান হবে৷ বিষয়টি নিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন৷
ড. মিজান জানান, শিশুদের পর্নোগ্রাফির কাজে ব্যবহারে একটি শক্তিশালী চক্র সক্রিয়৷ তারা শিশুদের দিয়ে পর্ন সিডি বাজারজাত করা ছাড়াও আরো অনেক অপরাধমূলক কাজ করিয়ে থাকে৷ এইসব চক্রকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে৷
তবে তিনি জানান, বাংলাদেশে শিশু পাচারের হার আগের চেয়ে কমে গেছে৷ এটি সরকারের শিশু পাচার বিরোধী কার্যকর উদ্যোগের কারণেই সম্ভব হয়েছে৷ শিশুদের পর্নোগ্রাফির কাজে ব্যবহারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিলে তা কমে আসবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন