1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শি জিনপিংকে 'ফেয়ারওয়েল কল' ম্যার্কেলের

১৪ অক্টোবর ২০২১

বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললেন জার্মানির বিদায়ী চ্যান্সেলার ম্যার্কেল। এটা ছিল তার 'ফেয়ারওয়েল কল'।

https://p.dw.com/p/41eQS
ভিডিও কলে কথা বললেন ম্যার্কেল ও শি জিনপিং। ছবি: Liu Bin/XinHua/dpa/picture alliance

আর কিছুদিনের মধ্যেই চ্যান্সেলার পদ থেকে বিদায় নেবেন ম্যার্কেল। ১৬ বছর ধরে ওই পদে থাকার পর। যাওয়ার আগে তিনি বন্ধু শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললেন। শি বলেছেন, ম্যার্কেল 'চীনের জনগণের বন্ধু'। তবে ফেয়ারওয়েল ভিডিও কলে ম্যার্কেল অবশ্য করোনা, জলবায়ু পরিবর্তন সহ বিশ্বের সামনে দেখা দেয়া চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন।  

জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, জি২০ শীর্ষ বৈঠক, জলবায়ু পরিবর্তন, করোনা ছাড়াও চীনে ইইউর বিনিয়োগ চুক্তি নিয়েও কথা হয়েছে।

এই বছরে চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। দুই নেতাই বিষয়টি উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরো ভালো করার কথা বলেছেন। 

শি জিনপিং যা বলেছেন

চীনের সরকারি মিডিয়া সিজিটিএন জানিয়েছে, ভিডিও কলে ম্যার্কেলকে শি জিনপিং চীনের জনগণের বন্ধু বলে উল্লেখ করেছেন। চীনের প্রেসিডেন্ট ম্যার্কেলকে চ্যান্সেলারের দায়িত্ব ছাড়ার পর বেজিং যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

China | Angela Merkel und Xi Jinping | Videokonferenz
ভিডিও কলে ম্যার্কেল ও শি জিনপিং। ছবি: Liu Bin/XinHua/dpa/picture alliance

ম্যার্কেলের বক্তব্য

বুধবার অন্য একটি অনুষ্ঠানে ম্যার্কেল বলেছেন, জার্মান কোম্পানিগুলি যেন শুধু চীনের উপর নির্ভর না করে, তারা এশিয়া-প্যাসিফিকে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ায়। ম্যার্কেল বলেছেন, ইন্দো-প্যাসিফিকে জার্মানির বাণিজ্যের ৫০ শতাংশই চীনের সঙ্গে। কিন্তু এশিয়া-প্যাসিফিক মানে শুধু চীন নয়। তার বাইরেও অনেক দেশ আছে।

জার্মানির কোম্পানি সিমেন্সের সিইও-ও ম্যার্কেলের কথায় সায় দেন।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স, ডিপিএ)