1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Mickey Mouse, the eternal infant, turns 80

হাফসা হোসাইন১৮ নভেম্বর ২০০৮

ঠিক ধরেছেন, মঙ্গলবার ৮০ বছরে পা রাখলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমিক কার্টুন চরিত্র মিকি৷ বিশ্বজুড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করছে মিকি ভক্তরা৷

https://p.dw.com/p/FxNg
৮০ বছরে পা রাখলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমিক কার্টুন চরিত্র মিকিছবি: AP

আর মিকি নিজেও বান্ধবী মিনিকে নিয়ে ঘটা করে উত্‌সব করছে জাপানী শহর উরায়াসুর ডিজনিল্যান্ড হোটেলে৷

BdT Geburtstag Mickey Mouse Walt Disney
১৯২৮ সালে এনিমেটেড এই কার্টুন চরিত্রটি তৈরি করেন ওয়াল্ট ডিজনি ও আব আইওয়ের্কসছবি: AP

নিউ ইয়র্ক থেকে ট্রেনে লস এঞ্জেলেস শহরে যাচ্ছিলেন ওয়াল্ট ডিজনি৷ সেই সময়েই ফিগারটা তাঁর মাথায় আসে৷ অবশেষে ১৯২৮ সালে এনিমেটেড এই কার্টুন চরিত্রটি তৈরি করেন ওয়াল্ট ডিজনি ও আব আইওয়ের্কস৷ প্রথমে অবশ্য কার্টুনটির নাম দেয়া হয়েছিলো মর্টিমার মাউস৷ কিন্তু ওই নাম পছন্দ হয়নি ডিজনির স্ত্রী লিলির৷ তাই নাম বদলে রাখা হয় মিকি মাউস৷

স্টিমবোট উইলি ছবির মধ্য দিয়ে মিকিকে প্রথম পর্দায় আনেন ডিজনি৷ ১৯২৮ সালের ১৮ নভেম্বর মুক্তি পায় ছবিটি নিউ ইয়র্কের কলোনি থিয়েটারে৷ প্রথম ছবিতেই সুপারহিট মিকি৷ ডিজনির মতে, ১৯২৯ থেকে ১৯৩২ সালের মধ্যেই মিকি মাউসের ফ্যানক্লাবের সদস্য হয় ১০ লাখ শিশু৷ শুধু তাই নয় একটা সময় অভিনেত্রী মেরি পিকফোর্ড কিংবা প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজেভেল্টের মতো বিখ্যাত ব্যক্তিদের নামের মতো মিকি মাউসও মার্কিনিদের কাছে হয়ে ওঠে প্রিয় একটি নাম৷ আর আজতো দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির আইকন এই কার্টুনটি৷

মিকির বয়স বেড়েছে৷ তাই তার গায়ের গঠনেও পরিবর্তন আনা হয়েছে কিছুটা৷ ভুঁড়ি হয়েছে মিকির৷ তাই বলে চরিত্র কিন্তু বদলায়নি একটুও৷ মজার মজার সব কান্ড কীর্তি করে ৮০ বছর ধরেই বিশ্ববাসীকে আনন্দ দিয়ে আসছে মিকি মাউস৷

Donald and Daisy Duck
বিশ্বজুড়ে ডিজনি সাম্রাজ্যের প্রতীক মিকি মাউসছবি: AP

বিশ্বজুড়ে ডিজনি সাম্রাজ্যের প্রতীক মিকি মাউস৷ ডিজনির কেবল টিভি চ্যানেলের কল্যাণে বিশ্বব্যাপী কার্টুনভক্তদের কাছে মিকি রীতিমতো তারকা৷ টি-শার্ট, টেলিফোন, কম্পিউটার, ভিডিও গেমস সব কিছুই দখল করে নিয়েছে হলুদ জুতো, দুই বোতামের বিখ্যাত লাল প্যান্ট আর হাস্যোজ্জ্বল চেহারার কার্টুনটি৷

বয়স ৮০ হলেও অবসর নিচ্ছে না কিন্তু মিকি মাউস৷ মানুষকে আনন্দ দিয়ে যাবে সে৷ ডিজনি কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, এই চরিত্রটি আমাদের জন্য অন্তহীন এক সম্পদ৷ মিকি প্রথম দিন যেমন ছিলো ৮০ বছর পরও তেমনই আছে৷