1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো ৬৪তম কান চলচ্চিত্র উৎসব

১১ মে ২০১১

প্রতিবছরের মতো আবারো গোটা হলিউড উড়ে গেছে ফ্রান্সের কান শহরে৷ হবে না ? আজ থেকে যে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব৷ যার উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হচ্ছে উডি অ্যালেন’এর লেখা ও পরিচালনায় তৈরি ছবি ‘মিডনাইট ইন প্যারিস’৷

https://p.dw.com/p/11Dbc
গোটা হলিউড উড়ে গেছে ফ্রান্সের কান শহরেছবি: Cannes Filmfestival 2011

হলিউড সহ বিশ্বের সব প্রান্তের চলচ্চিত্র তারকাদের পদচারণায়, আজ সন্ধ্যা থেকেই মুখর হয়ে উঠবে কান শহরের গ্র্যান্ড অডিটোরিয়ামটি৷ কান'এর বিখ্যাত সেই রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাবেন অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, শন পেন, পেনেলোপি ক্রুজ, মেল গিবসন, জনি ডেপ আরো কতো কে! অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকবেন বিশিষ্ট ফরাসি অভিনেত্রী ও শিল্পী মেলানি লরাঁ৷ আর সেখানেই দেখানো হবে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি এবং ফার্স্টলেডি কার্লা ব্রুনির জীবনকাহিনী নির্ভর ছবি ‘মিডনাইট ইন প্যারিস'৷ এছাড়া, এদিন ইটালীয় চিত্র পরিচালক বারনারদো বারতোলুচ্চিকে দেওয়া হবে ‘অনারারি পাম দর' বা গোল্ডেন পাম পুরস্কার৷

খবর হল, ৩৩টি দেশের মোট ৪৯টি ছবি দেখানো হবে এই উৎসবে৷ এই ছবিগুলোর মধ্যে ৪৪টি ছবির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার'ও হবে কানের মাটিতে৷ এমনকি ভারতীয় ছবির ওপর তৈরি একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে এবারের উৎসবে৷ যাতে কন্ঠ দিয়েছেন বলিউড'এর মেগাস্টার অমিতাভ বচ্চন৷ জানিয়েছেন তিনি স্বয়ং৷

Flash-Galerie Cannes Filmfestival 2011 Die Eroberung
ছবি: EMILIE DE LA HOSSERAYE/MANDARIN CINÉMA GAUMONT

শুধু তাই নয়৷ প্রায় ১৯টি ছবি প্রতিযোগিতা করবে সেরা ছবির গোল্ডেন পাম পুরস্কারের জন্য৷ এবছর মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোকে মূল প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে মনোনয়ন করা হয়েছে৷ আর ফরাসি পরিচালক মিশেল গোঁদরি রয়েছেন স্বল্পদৈর্ঘ্য ছবির প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে৷ জানা গেছে, ইরানের দু'জন কারাবন্দি পরিচালক জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফকে শ্রদ্ধা জানানো হবে চলচ্চিত্রের এই মহোৎসবে৷ পানাহির ‘দিস ইজ নট এ ফিল্ম' এবং রাসুলফ'এর ‘গুডবাই' ছবিটিও দেখানো হবে এ উৎসবে৷ ‘ফেঞ্চ ফিল্ম ডিরেক্টরস সোসাইটি'র পক্ষ থেকে পানাহি পাবেন বিশেষ পুরস্কার৷ এখানেই শেষ নয়৷ এবারের উৎসবে আরো শ্রদ্ধা জানানো হবে মিশরের সাম্প্রতিক রাজনৈতির পট-পরিবর্তনে অংশগ্রহণকারীদের প্রতি৷ তাই আগামী ১৮ই মে দেখানো হবে দশজন মিশরীয় চিত্র নির্মাতার তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘এইটটিন ডেজ'৷

ভেনিস এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবও অত্যন্ত মর্যাদাপূর্ণ৷ এই উৎসব চলবে আগামী ২২শে মে পর্যন্ত৷ শেষ দিনে দেখানো হবে ফ্রেঞ্চ রোমান্টিক কমেডি ‘দ্য বিলাভেড' ছবিটি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক