1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুয়োর পুটিন হলো এবারহফার

২০ এপ্রিল ২০২২

জার্মানির বাভারিয়ার একটি চিড়িয়াখানায় এক মস্ত বন্য শুয়োরের নাম ছিল পুটিন। ব্যাপটিসমের মাধ্যমে তার নাম বদলে রাখা হলো এবারহফার।

https://p.dw.com/p/4A7os
বন্য শুয়োর
ছবি: Nicolas Armer/dpa/picture alliance

বাভারিয়ার ওই চিড়িয়াখানা যথেষ্ট জনপ্রিয়। বছরখানেক আগে সেখানে এসে পৌঁছায় বিশাল আকারের একটি বন্য শুয়োর। শুয়োরটির ওজন ২০০ কিলোগ্রামেরও বেশি। সাধারণত জার্মানিতে এত বড় বন্য শুয়োর পাওয়া যায় না। পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, ওই শুয়োরটি রাশিয়ার ব্রিড। সে জন্যই তার ওজন অত বেশি। সাধারণ বন্য শুয়োরের চেয়ে ওই শুয়োরটি অনেক বেশি হিংস্র।

রাশিয়ার ব্রিড বলেই শুয়োরটির নাম পুটিন রাখা হয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। কিন্তু সমস্যা শুরু হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর। বহু ইউক্রেনীয় জার্মানিতে আশ্রয় নিতে চলে আসেন। বস্তুত, তাদের জন্য বাভারিয়ার ওই পার্কটি টিকিট ফ্রি করে দিয়েছে। কিন্তু চিড়িয়াখানাতে গিয়ে ইউক্রেনের মানুষকে পুটিনকে দেখতে হবে, এটা চাইছিলেন না কর্তৃপক্ষ। সে জন্যই রাতারাতি নাম বদলের কথা মাথায় আসে।

বন্য শুয়োরের নাম পুটিন বদলে কী রাখা যেতে পারে, তা নিয়ে একটি গণভোটের আয়োজন করা হয়। সেখানে বহু মানুষ শুয়োরটির নাম জেলেনস্কি রাখার প্রস্তাব দেন। এছাড়াও বেশ কিছু রাজনৈতিক নাম সামনে আসে। কিন্তু কর্তৃপক্ষ রাজনৈতিক নাম বাদ দেওয়ার পক্ষপাতী ছিলেন। সে কারণে একটি জনপ্রিয় গল্পের পুলিশ অফিসার এবারহফারের নামে শুয়োরটির নতুন নামকরণ করা হয়। রীতিমতো ব্যাপটিসমের পদ্ধতি মেনে এ কাজ করা হয়।

কর্তৃপক্ষের দাবি, শুয়োরের নাম বদলের পর তার সামনে ভিড় আগের চেয়ে বেড়েছে।

এসজি/জিএইচ (ডিপিএ, রয়টার্স)