শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগ দিলেন আরো ৬ জন
৩১ জুলাই ২০০৯বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে৷ এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী৷ তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন৷
শুত্রক্রবার শপথ নেওয়া একমাত্র মন্ত্রী শাহাজাহান খান এমপিকে দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব৷ একই সঙ্গে নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকা ডা. আফসারুল আমিনকে দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব৷ নতুন শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাংসদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হককে বিদ্যুৎ ও খনিজ সম্পদ, ময়মনসিংহের মজিবুর রহমান ফকিরকে স্বরাষ্ট্র, প্রমোদ মানকিনকে সংস্কৃতি, মহিলা সাংসদ শিরীন শারমিন চৌধুরীকে মহিলা ও শিশু এবং পটুয়াখালীর মাহবুবুর রহমানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে৷
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে সরিয়ে দেওয়া হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী পাবনার সাংসদ শামসুল হক টুকুকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছেন বলে দাবি করলেও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি৷ এর মধ্যেই নতুন একজনকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল৷
শুত্ক্রবার সকালে বঙ্গভবনে মন্ত্রীসভার নতুন ছয় সদস্যের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ পরে নতুন মন্ত্রীদের দফতর ও কয়েকজনের দফতর পুনর্বিন্যাস সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়৷ নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন৷
নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, সরকার ঘোষিত বাজেট বাস্তবায়নের জন্যই মন্ত্রীসভার আকার বাড়ানো হয়েছে৷
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার শপথ নেয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জন শপথ নেন সেদিন৷ মাত্র ১৮ দিনের মাথায় ২৪ জানুয়ারি আরও ৬ জনকে যুক্ত করা হয় মন্ত্রীসভায়৷ সর্বশেষ যুক্ত হলেন আরো ৬ জন৷ বর্তমান সরকারের ৬ মাস পূর্ণ হওয়ার আগে থেকেই মন্ত্রী সভায় রদবদল ও নতুন মন্ত্রী যোগ হওয়ার কথা শোনা যাচ্ছিল৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক