1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার

১৮ জুন ২০১২

বাংলাদেশে এবছর ছয় লাখ বিনিয়োগকারী তাদের অ্যাকাউন্ট নবায়ন করেন নি৷ তবে শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক বাকী খলিলি ডয়চে ভেলেকে বলেন, এটা বোঝা যাচ্ছে না যে প্রকৃত অর্থে কতজন বিনিয়োগকারী বাজার ছেড়েছেন৷

https://p.dw.com/p/15H8q
ছবি: DW

গত বছরের ১লা জুন শেয়ার বাজারে সক্রিয় বিও (বেনিফিসিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ছিল ৩৪ লাখেরও বেশি৷ আর এ বছরের জুনে সেই সংখ্যা কমে এসেছে ২৮ লাখে৷ তার মানে হল, এক বছরে ছয় লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে৷ তবে এই বিও অ্যাকাউন্টেরও বড় একটি অংশ সক্রিয় নয়৷ বরং শেয়ার লেনদেনে সক্রিয় আছে সাড়ে ১৭ লাখ অ্যাকাউন্ট৷ শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক বাকী খলিলি ডয়চে ভেলেকে বলেন, বাজারের অব্যাহত পতন আর ধ্বসের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে৷

তিনি বলেন, শেয়ার বাজার ব্যক্তিগত বিনিয়োগকারীদের মাধ্যমে চাঙ্গা করা সম্ভব নয়৷ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে নিয়ে আসতে হবে৷ কারণ তারই বাজারের মূল শক্তি৷ কিন্তু অনেক কথার পরও তা হচ্ছেনা৷

তাঁর মতে, শেয়ার বাজার স্বল্প মেয়াদে চাঙ্গা করার কোনো ব্যবস্থা এবছরের প্রস্তাবিত বাজেটে নেই৷ আর অর্থমন্ত্রীসহ বেশ কিছু দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন কথাবার্তা শেয়ার বাজারের ক্ষতি করছে৷

তিনি বলেন, শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে এনে এখনো তা চাঙ্গা করার সময় আছে৷ এজন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেমন বাজারে আনতে হবে, তেমনি শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধ ব্যবস্থা নিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য