শোক দিবসে শ্রদ্ধায় অবনত জাতি
১৫ আগস্ট ২০০৯১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনা সদস্যদের হাতে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞে স্বপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় পুরো জাতি আজ অবনত৷
মাত্র ৫৫ বছর বয়সে বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান৷ একটি স্বাধীন মাতৃভূমির জন্য বাঙালি জাতির হাজার বছরের স্বপ্নকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি৷ কৈশোরের উচ্ছলতা, তারুণ্যের স্বপ্ন-সাধ সবকিছুই শেখ মুজিবর রহমান উৎসর্গ করেছিলেন বাঙালির জন্য৷ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবর রহমান৷ শুধু সংগ্রাম নয় কুটনৈতিক এবং রাজনৈতিক দূরদৃষ্টির যে পরিচয় বঙ্গবন্ধু দিয়েছেন তাতে তাঁর নেতৃত্বে কোন আন্দোলনই মুখ থুবড়ে পড়েনি৷ সময়ের প্রয়োজনেই তিনি ডাক দিয়েছেন, নিয়ন্ত্রন করেছেন সময়কেও৷
শুধু স্বাধীনতার ডাক কিংবা আরো রক্ত দেয়ার ঘোষনা নয়৷ বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে শেখ মুজিবর রহমান ছিলেন দৃঢ় চেতা এবং আপোষহীন৷
স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ পুর্নগঠিত হচ্ছে তখনই ঘাতক চক্র হত্যা করে বাঙালি জাতির এই অবিসংবাদিত নেতাকে৷ যে বুক ছিল বাংলাদেশের হৃদয়, সেই বুকে ঘাতকের বুলেট শুধু জাতির জনকের জীবন ক্রিয়াকেই স্তব্ধ করেনি, বাধাগ্রস্ত করেছে বাংলাদেশের অগ্রগতিকেও৷ জাতির জনক নেই, আর তাই স্বাধীনতার ৩৮ বছর পরও বাংলাদেশকে স্বনির্ভর করার সংগ্রাম শেষ হয়নি৷ যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখেছিলেন তার বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শের শক্তিতে ভর করেই এগিয়ে যেতে হবে আমাদের৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম