1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তান নিয়ে সংসদে ঢুকতে পারলেন না জার্মান সাংসদ

৩১ আগস্ট ২০১৮

ছয় সপ্তাহ বয়সি সন্তানকে নিয়ে আসায় এক নারী সাংসদকে সংসদ অধিবেশনে যোগ দিতে দেয়নি জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের পার্লামেন্ট কর্তৃপক্ষ৷ এর ফলে শিশু সন্তানসহ সংসদ অধিবেশন যোগ দেয়ার বিষয়টি আবারো আলোচনায় এসেছে৷

https://p.dw.com/p/347Ed
Sitzung des Thüringer Landtags Madeleine Henfling
ছবি: picture-alliance/J. Kalaene

গত বুধবার টুরিঙ্গিয়া রাজ্যের নারী সাংসদ মেডেলাইনে হাইনফ্লিং তাঁর ছয় সপ্তাহ বয়সি সন্তানসহ উত্থাপিত একটি বিষয়ে ভোট প্রদান করতে সংসদে এসেছিলেন৷ কিন্তু সংসদ সভাপতি ক্রিস্চিয়ান কারিউস সাংসদ হাইনফ্লিং'কে জানিয়ে দেন যে, সংসদ অধিবেশনে শিশুদের নিয়ে প্রবেশের অনুমতি নেই৷ এ সময় ৩০ মিনিটের জন্য সংসদের কার্যক্রম মূলতবি করা হয়৷ পরে অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের উপদেষ্টা কমিটির সদস্যরা হাইনফ্লিংকে জানান যে, তিনি তাঁর সন্তানকে নিয়ে সংসদের প্ল্যানারী চেম্বারে প্রবেশ করতে পারবেন না৷  নিজের সন্তানসহ অধিবেশনে প্রবেশ করতে না দেয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইনফ্লিং৷ ‘‘এ ঘটনার পর আমার  নিজেকে একজন দ্বিতীয় শ্রেণির মর্যাদাধারী সাংসদ বলে  মনে হচ্ছে'', ডয়চে ভেলেকে জানান হাইনফ্লিং৷

পরদিন বৃহস্পতিবার সাংসদ হাইনফ্লিং তাঁর সন্তানসহই সংসদে এসেছেন৷ তবে শিশুসহ সংসদে প্রবেশ করেননি৷ এ সময় তিনি তাঁর মা-কে সঙ্গে নিয়ে এসেছিলেন, যিনি সংসদ ভবনের অন্য একটি কক্ষে শিশুটির দেখাশোনা করেছেন৷

আইন কী বলছে?

টুরিঙ্গিয়া পার্লামেন্টের ‘পরিচালনা বিষয়ক বিধি' শিশুসন্তানসহ সংসদের প্লেনারি সেশনে  যোগদানের বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ করেনি৷ তবে আইন অনুযায়ী, কাউকে সাথে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে চাইলে সংসদ সভাপতির অনুমতি নেয়া প্রয়োজন৷ বুধবার সন্তানসহ সংসদের প্লেনারি সেশনে  যোগদানের অনুমতি চেয়েছিলেন হাইনফ্লিং৷ কিন্তু সংসদ সভাপতি ক্রিস্চিয়ান কারিউস অনুমতি দেননি৷

সংসদেই সন্তানকে বুকের দুধ খাওয়ালেন নারী সাংসদ

সংসদে আলোচনা

এদিকে সন্তানসহ সংসদে প্রবেশের বিষয়ে সংসদের ‘পরিচালনা বিষয়ক' বিদ্যমান বিধির পরিবর্তন আনা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন সংসদ সভাপতি ক্রিস্চিয়ান কারিউস৷ কিন্তু গ্রিন পার্টির সাংসদ হাইনফ্লিং জানান, তিনি এবং তাঁর দল এই মুহুর্তে সংসদের বিদ্যমান বিধির কোনো পরিবর্তন চান না, কেননা, এটি টুরিঙ্গিয়া সংসদের অংশগ্রহণকারী বিরোধীদলগুলোর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না৷ তবে তিনি বলেন যে, তাঁর দল এ বিষয়টি নিয়ে রাজ্যের সাংবিধানিক আদালতে উপস্থাপন করতে চায়৷ ‘‘প্রায় নয় ঘণ্টা ধরে চলা অধিবেশনে কেউই তাঁর সন্তানকে নিয়ে আসতে চায় না৷ কিন্তু আমি নিয়ে এসেছিলাম, কারণ, আমি সংসদে যোগদান করতে চেয়েছিলাম,'' বলেন হাইনফ্লিং৷

জার্মানিতে ধীরগতি

ক্যানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেই নারী সাংসদরা সন্তানকে সংসদে নিয়ে আসার জন্য এমনকি সংসদে অধিবেশন চলাকালে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সাহস দেখানোর জন্য প্রশংসিত হচ্ছেন৷ কিন্তু জার্মানিতে কর্মজীবি মায়েদের জন্য সন্তানসহ কর্মক্ষেত্রে যোগদান করতে পারার বিষয়টি একটু ধীরগতিতে এগোচ্ছে৷

সন্তানসহ সংসদে যোগদান করতে না দেয়ার বিষয়ে টুরিঙ্গিয়া সংসদ সভাপতির এ আচরণকে ‘অসম্মানজনক' মনে করেন কাউন্সিল ফর জার্মান উয়োমেন'স অর্গানাইজেশনের মুখপাত্র ওলরিকে হেলভ্যারট৷ ওলরিকে ডয়চে ভেলেকে বলেন, ‘‘কর্মজীবী পিতা-মাতাদের কর্মক্ষেত্রে শিশু সন্তানদের সঙ্গে রাখতে পারার বিষয়ে আমাদের আরো যত্নবান হওয়া উচিত৷ আমাদের বাস্তবতাসম্মত শর্ত আরোপ করতে হবে৷''

সংসদের প্লেনারি সেশনে যোগদান, ভোটপ্রদান ইত্যাদি বাধ্যবাধকতার জন্য জার্মানির জাতীয় সংসদসহ অন্যান্য আঞ্চলিক সংসদের সদস্যরা লম্বা সময়ের জন্য ছুটি উপভোগ করার সুযোগ পান না৷ মাতৃত্বকালীন সময়ে ছুটি না পাওয়ার কারণে অনেক সাংসদকেই ঝামেলায় পড়তে হয়৷

রেবেকা স্টাউডেনমাইয়ার/আরআর