সন্ত্রাসী হামলার সন্দেহে ইরাকি শরণার্থী আটক
৩০ জানুয়ারি ২০১৯গ্রেপ্তারকৃতদের মধ্যে দু'জন ২৩ বছর বয়সি শরণার্থী শাহীন এফ. এবং হার্শ এফ.৷ অন্যজনের বয়স ৩৬, নাম রউফ এস.৷
তদন্তকারীদের অভিযোগ, শাহীন ও হার্শ ইন্টারনেট থেকে বোমা বানানোর তথ্য সংগ্রহ করেছেন৷ এছাড়া যুক্তরাজ্য থেকে বিস্ফোরক ডিভাইস কেনারও চেষ্টা করেছেন৷ তবে ব্রিটিশ কর্তৃপক্ষ জার্মানিতে এই ডিভাইস পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয়৷
শাহীন ও হার্শ ৯এমএম বন্দুক জোগাড়েরও চেষ্টা করেন৷ এক্ষেত্রে তারা রউফের সহায়তা চেয়েছিলেন৷ রউফ অস্ত্র কেনার জন্য অন্য আরেকটি মামলায় অভিযুক্ত ওয়ালিদ খালেদের সঙ্গে আলোচনা করেছিলেন৷
তবে বন্দুকের দাম বেশি মনে হওয়ায় শাহীন ও হার্শ শেষ পর্যন্ত গাড়ি হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন৷ তাঁরা জানান, ঐ দুজন গতবছরের শেষ দিকে ‘জার্মানিতে ইসলামিস্ট ধারায় উদ্বুদ্ধ হয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন'৷
কৌঁসুলিরা বলছেন, শাহীন ও হার্শ কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা জানতে আরো তদন্ত করতে হবে৷
এদিকে, কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতি বলছে, সন্দেহভাজন আটকরা এখনো হামলার জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেননি৷
চেজ ভিন্টার/জেডএইচ