সন্ত্রাসী হামলা রোধে জার্মানির বিশেষ পদক্ষেপ
১৭ জানুয়ারি ২০১৮সন্ত্রাসবাদী হামলা নিয়ে চিন্তিত জার্মানি৷ তাই এলিট কমান্ডো ফোর্স জিএসজি নাইনের শক্তি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে৷ কমান্ডো সূত্রে খবর, বার্লিনে একটি বিশেষ দল তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ ইতিমধ্যেই নতুন নিয়োগ শুরু হয়েছে৷
জিএসজি নাইন বা জার্মান এলিট কম্যান্ডো বাহিনী কেবলমাত্র সন্ত্রাসবাদেরই মোকাবিলা করে৷ বিশেষত সন্ত্রাসবাদীদের হাতে আটক ব্যক্তিদের উদ্ধারে তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত৷ জিএসজি নাইনের কমান্ডার জেরম ফুশ জানিয়েছেন, গত বেশ কিছুদিন ধরেই জার্মানিতে, বিশেষত বার্লিনে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা আছে৷ সেকারণে বার্লিনের জন্য একটি বিশেষ দল তৈরি করতে চাইছেন তাঁরা৷ বস্তুত, এখন জিএসজি নাইনের প্রধান দফতর সাবেক পশ্চিম জার্মানির রাজধানী বন শহরের কাছে৷ বন থেকে বার্লিন অনেক দূরে৷ সে কারণেই বর্তমান রাজধানীর কাছাকাছি একটি প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো দল তৈরি রাখতে চাইছেন তাঁরা৷ জেরম জানিয়েছেন, ইতিহাস বলছে, ইউরোপের অধিকাংশ সন্ত্রাসবাদী হামলাই রাজধানী শহরগুলিতে হয়েছে৷ ফলে বার্লিন নিয়ে তাঁরা অতিরিক্ত সতর্ক থাকতে চাইছেন৷ তাছাড়া ২০১৬ সালে বার্লিনে ক্রিসমাস মার্কেটে হামলার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে৷ সেবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২জনের৷
তথাকথিত আইএস জঙ্গিরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত৷ যদিও ইরাক এবং সিরিয়ায় তাদের শক্তি অনেক কমেছে৷ শান্তিপ্রতিষ্ঠাকামী সৈন্যদের কাছে তারা প্রায় পরাজিত৷ কিন্তু তা সত্ত্বেও জার্মানির চিন্তা কমছে না৷ এলিট ফোর্স সূত্রে খবর, সিরিয়ায় আইএস পরাজিত হলেও গেরিলা কায়দায় ইউরোপে হামলা চালানোর পরিকল্পনা তারা থামাবে না৷ ফলে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখা দরকার৷
১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জিএসজি নাইন৷ তখন মূলত সীমান্তে নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল তাদের৷ কিন্তু মিউনিখ অলিম্পিকে ইসরায়েলের একজন অ্যাথলিটকে অপহরণ করে খুন করা হলে জার্মান পুলিশকে যথেষ্ট সমালোচনার মুখোমুখি হতে হয়৷ তখনই সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী হিসেবে জিএসজি নাইনকে তৈরি করা হয়৷ এরপর ১৯৭৭ সালে ফিলিস্তিনী সন্ত্রাসবাদীরা হাইজ্যাক করেছিল লুফথানসার একটি বিমান৷ জিএসজি নাইন সেবারও অত্যন্ত দক্ষতার সঙ্গে ৮০জন পণবন্দিকে উদ্ধার করে৷
কিন্তু সমস্যা অন্যত্র৷ কমান্ডো সূত্রে খবর, উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না৷ জিএসজি নাইনে ঢোকা সহজ নয়৷ প্রাথমিক পরীক্ষায় ২৩ মিনিটের মধ্যে ৫কিলোমিটার দৌড়াতে হয়৷ ১৩ দশমিক ৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়াতে হয়৷ এছাড়া অন্যান্য শারীরিক কসরতের পরীক্ষাও আছে৷ এখনও পর্যন্ত খুব বেশি প্রার্থী সেই পরীক্ষায় উতরাতে পারেননি৷ তবে কমান্ডার জানিয়েছেন, দ্রুত নিয়োগ শেষ করে ট্রেনিং শুরু হবে বার্লিনের জন্য তৈরি নতুন বাহিনীর৷
বেন নাইট/এসজি
গতবছরের এপ্রিলের এই ছবিঘরটি দেখুন...