1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপ ডি

২২ জুন ২০১১

গ্রুপ ডি-র চারটি দল গতবারের রানার্স আপ ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ে, এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর আফ্রিকান রানার্সআপ ইকুয়েটরিয়াল গিনি৷ এবারের আসরে এই গ্রুপটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ৷

https://p.dw.com/p/11hjQ
গত আসরের ফাইনালে ব্রাজিল ও জার্মানির ম্যাচছবি: AP

প্রথমেই ব্রাজিলের কথা৷ পুরুষের ফুটবলে বিশ্বজয়ের রেকর্ড থাকলেও প্রমীলারা এখন পর্যন্ত একবারও ছুঁতে পারেনি বিশ্বকাপের শিরোপা৷ গতবার অবশ্য খুব কাছে গিয়েছিল৷ কিন্তু ফাইনালে জার্মানির কাছে ২-০ গোলে হার সেই স্বপ্ন ভেঙে দেয়৷ এবার স্বাগতিক জার্মানির বিরুদ্ধে সেই প্রতিশোধ নিতে চায় বিশ্বসেরা খেলোয়াড় মার্টার দল৷ দলের কোচ ক্লেইটন লিমা চান স্বাগতিক জার্মানির বিরুদ্ধেই ফাইনাল খেলতে৷

গ্রুপের অন্যতম শক্তিশালী দল নরওয়ে৷ তবে তাদের মাথা ব্যথা এখন ব্রাজিলের মার্টাকে কীভাবে ঠেকানো যায় সেটা নিয়৷ দলের কোচ এলি লান্ডসেম মজা করে বললেন, ‘‘আসলে আমরা এখনও জানিনা কীভাবে তাঁকে আটকাবো৷ সম্ভবত তাঁর সামনে কয়েকটি দেয়াল তুলে দিতে হবে৷'' তবে একজন খেলোয়াড়ের চেয়ে গোটা দলকে নিয়েই বেশি চিন্তা নরওয়ের কোচের৷ এছাড়া পরের রাউন্ডে ওঠার জন্য সহজে ছাড় দেবে না অস্ট্রেলিয়া এবং ইকুয়েটরিয়াল গিনি৷ অন্তত দুটি খেলায় জয় পাওয়ার চেষ্টা করবে তারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য