1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ সেপ্টেম্বর ২০১৫

গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন৷ সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান'-কে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডয়চে ভেলেকে এ কথা বলেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/1GaEI
Bangladesch Parlamentswahlen
ছবি: DW/M. Mamun

বাংলাদেশে আরো গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন৷ সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান'-কে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডয়চে ভেলেকে এ কথা বলেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

অন্যতম ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান'কে হাসিনা বলেছেন, ‘‘আমি নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য কাজ করছি৷ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাখাতে উন্নতি হয়েছে৷ দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা উপভোগ করছে৷''

[No title]

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই৷ যা আছে তা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা৷ গণতন্ত্রের প্রধান শর্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকার, যা এখন বাংলাদেশে অনুপস্থিত৷ গত সিটি নির্বাচনেও দেখা গেছে যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি৷''

অর্থনীতি, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষাখাতে অগ্রগতির কথা স্বীকার করলেও হাফিজউদ্দিন খানের মতে, ‘‘এগুলো রুটিন ওয়ার্ক৷ প্রধানমন্ত্রী দেশের বা দেশের মানুষের জন্য নয়, তাঁর দল এবং গ্রুপের জন্য কাজ করছেন৷''

[No title]

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সফিউল আলম ভুঁইয়া ডয়চে ভেলেকে জানান, ‘‘বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এগিয়েছে এবং বিশ্বে একটি মডেলে পরিণত হয়েছে৷''

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়া সবার দায়িত্ব৷ কেউ নির্বাচনে হেরে গেলে নির্বাচন বর্জন করবে, এটা কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক আচরণ হতে পারে না৷'' তাঁর মতে, ‘‘সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আরো সংহত করবে৷ তবে এ জন্য সব রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এগিয়ে আসতে হবে৷''

এই দু'জন রাজনৈতিক বিশ্লেষকই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য