সব সন্ত্রাস একই
১৮ মার্চ ২০১৯আল্লাহর ঘরে প্রার্থনারতদের ওপর ক্রাইস্টচার্চে জঙ্গি হামলা হলো৷ একটা পবিত্র জায়গায় হলো এই হামলা, যেখানে মানুষ নিরীহভাবে প্রার্থনা করেন, তাই তাঁদের কোনো রক্ষাকবচ থাকে না৷
বলা হয়ে থাকে, ঈশ্বরের চোখে সবাই সমান৷ যন্ত্রণা ও কষ্টের সময়ও তাই৷ এমন কঠিন সময় মানুষকে আরো কাছে আনে, কারণ, তারা তখন একে অপরকে সমানভাবে দেখেন৷ জঙ্গি ব্যক্তি হয়তো খুব চুলচেরা বিশ্লেষণ করে হামলা করেছেন, সূক্ষ্মভাবে ঘটনা ঘটিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন৷ কিন্তু যে বিশেষ বিষয়টি তিনি দেখতে পাননি তা হলো: সন্ত্রাসবাদ বিভক্তি সৃষ্টির জন্য হলেও, এটা মানুষকে এক করতে পারে৷
এ ধরনের হুমকির মুখে আপনি বিশ্বাসী, খ্রিস্টান, ইহুদি না মুসলিম তা বিবেচ্য নয়৷ সন্ত্রাস বা জঙ্গিবাদ ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তা ভেদে আলাদা নয়৷ একজন মানুষ কোথায় জন্মালেন বা একটি নির্দিষ্ট জায়গায় কতটা সময় রইলেন, তার ওপরও নির্ভর করে না৷
দ্বৈত নীতি নয়
আন্তর্জাতিক সম্প্রদায়কে একইভাবে নিন্দা প্রকাশ করতে হবে, যেমনটা করা হয়েছিল প্যারিস, ব্রাসেলস, লন্ডন, মাদ্রিদ অথবা বার্লিনে ইসলামি জঙ্গিবাদীদের হামলার সময়৷ যখন প্রসঙ্গ আসে সন্ত্রাসবাদের, যখন নিরীহ ও অসহায় মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন কোনো দ্বৈত নীতি গ্রহণ করা যাবে না৷
ইসলামবিদ্বেষ একটি ভয়ঙ্কর ব্যাপার৷ পশ্চিমকে এর বিরুদ্ধে ততটাই সতর্ক থাকতে হবে, যতটা আমরা খুবই ক্ষুদ্র এক মুসলিম উগ্রবাদী গোষ্ঠীর ক্ষেত্রে থাকি৷
ইনেস পোল/জেডএ