সমকামী বিরোধী আইনের প্রতিবাদ
১২ আগস্ট ২০১৩রাশিয়ায় সম্প্রতি সমকামী বিরোধী একটি আইন চালু হয়েছে৷ গত জুনে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্বাক্ষরিত এই আইন অনুযায়ী, কারো বিরুদ্ধে সমকামিতার অভিযোগ প্রমাণিত হলে তাকে অর্থদণ্ড এবং পনেরো দিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে৷ সমকামী প্যারেডের আয়োজন করা হলে জরিমানা করা হবে আয়োজকদের৷ আর বিদেশিদের রাশিয়া ত্যাগে বাধ্য করা যাবে৷
চলচ্চিত্র অভিনেতা হার্ভে ফিয়ারস্টাইন, ব্রিটিশ লেখক-অভিনেতা স্টিফেন ফ্রাই এবং ‘স্টার ট্রেক' খ্যাত অভিনেতা জর্জ টাকেই জনসমক্ষে রাশিয়ার নতুন আইনের সমালোচনা করেছেন৷ বিষয়টি এখন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের উপরও প্রভাব ফেলছে৷ রাশিয়ার উপর চাপ সৃষ্টিতে এই অলিম্পিক বর্জনের বিষয়েও আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং সাবেক অলিম্পিক অ্যাথলিট গ্রেগ লুইগেনিস-রাও সমকামী বিরোধী এই আইনের নিন্দা জানিয়েছেন৷ তবে এসব নিন্দা, প্রতিবাদ পুটিনের কানে ঢুকছে কিনা জানা যায়নি৷
এদিকে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার গোপন তথ্য ফাঁস করে আলোচিত এডওয়ার্ড স্নোডেন-কে আশ্রয় দেয়া নিয়েও বিপাকে রয়েছে রাশিয়া৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেদেশের মধ্যকার সম্পর্কে চিড় ধরেছে স্নোডেনকে কেন্দ্র করে৷ মোটের উপর সিরিয়াকে সমর্থনের বিষয়টিও আলোচনায় রয়েছে দীর্ঘদিন ধরে৷ সবমিলিয়ে তাই চাপ সৃষ্টি হচ্ছে শীতকালীন অলিম্পিকের উপর৷
রাশিয়ার জন্য আশার কথা হচ্ছে, ওবামা এবং ক্যামেরন দু'জনই অলিম্পিক বয়কটের বিষয়টি নাকোচ করে দিয়েছেন৷ এই আসরে অংশ নিতে আগ্রহী অ্যাথলিটদের শাস্তি দিতে চান না তাঁরা৷ তাছাড়া ১৯৮০ সালে মস্কো অলিম্পিক বয়কট করেছিল মার্কিন নেতৃত্বাধীন একটি গ্রুপ৷ ফলে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক বয়কট করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন৷ এসব বয়কটের কারণে কোনোপক্ষেরই বিশেষ লাভ হয়নি৷
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) মাধ্যমেও অবশ্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে পশ্চিমা সমাজ৷ রাশিয়া যাতে অলিম্পিকের বিধিনিষেধ মানতে বাধ্য হয় সেজন্য আইওসিকে কঠোর হতে বলা হচ্ছে৷ আর তাতে যদি কাজ না হয়, তাহলে শীতকালীন অলিম্পিক রাশিয়ার সোচি থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে৷
সব মিলিয়ে, সমকামী ইস্যুতে বেশ চাপে আছে রাশিয়া৷ এখন দেখা যাক এই চাপ কীভাবে মোকাবিলা করেন পুটিন৷
এআই / এসবি (এপি, রয়টার্স)