সম্পদশালী চীনাদের পছন্দ প্রমোদতরী
২৬ অক্টোবর ২০১০ধনী চীনাদের কাছে আকর্ষণীয় গাড়ি, দামী ঘড়ি ব্যবহার এবং অভিজাত রেঁস্তোরায় খাওয়া দাওয়া এখন পুরোনো হয়ে গেছে৷ সম্পদশালী চীনা ব্যবসায়িরা এখন জলে প্রমোদতরী ভাসিয়ে তাদের সম্পদ প্রদর্শন করতে পছন্দ করেন৷ চীনের ক্রুজ অ্যান্ড ইয়ট ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ঝেং ভাইহ্যাং ধনী চীনাদের সম্পর্কে বললেন, তারা এখন সাগরে ভেসে আনন্দ করতে পছন্দ করেন৷ মাছ ধরার ভি আই পি ক্লায়েন্ট হয়ে আলোচনা চালাতে চান৷
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, চীন এখন বিদেশি জলযান তৈরির বাজার ধরতে চায়৷ ঝেং বলেন, আর তাই এইখাতে উন্নয়ন ছাড়াও নৌকা বা জাহাজ তৈরির দিকে চীন নজর দিতে চাচ্ছে৷ চীন সম্প্রতি দেশজুড়ে প্রায় একহাজার প্রমোদতরী এবং ইয়ট পানিতে নামিয়েছে৷ আর আগামী পাঁচ বছরে এই সংখ্যা ১০ হাজারেরও বেশি করার আশা করছে৷
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে হংকং ভিত্তিক উন্নয়ন সংস্থা রেইনবো ল্যান্ড হোল্ডিংস চীনের সবচেয়ে বড় ইয়ট ক্লাব এবং পোতাশ্রয় বানাচ্ছে৷ নকশা তৈরি করা হয়েছে এমন একটি হোটেলের যেখানে ৬৫৫টি ঘর থাকবে৷ ঐ উন্নয়ন সংস্থাটির জেনারেল ম্যানেজার ডেভিড ব্রাইটলিং বলেন, ‘‘একেক সময় মনে হয়, এটি যদি তৈরি করা হয়, তাহলেই তারা আসবে৷'' তিনি বলেন, ‘‘আমি মনে করি বেইজিং-এর জনগনের জন্যে এটি সপ্তাহান্তের দূরত্ব৷ এটি আসলে এই ধরণের জীবন যাপনে তাদের অভ্যস্ত করে তোলার ব্যাপার মাত্র৷''
ধনী চীনাদের জন্যে পাওয়ারবোট সবচেয়ে জনপ্রিয় জলযান৷ কারণ পালের নৌকার চেয়ে এটি চালানো সহজ৷ আর শতকরা ৮০ ভাগেরও বেশি পাওয়ার বোট ইউরোপ অথবা অ্যামেরিকা থেকে আমদানি করা হয়৷ সাংহাই ভিত্তিক বিক্রয় প্রতিনিধি টিম বাই জানান, আজিমুট নামের ইটালির অভিজাত বোট নির্মাতা পাঁচ বছর আগেই চীনের বাজারে প্রবেশ করেছেন৷এবং এই পর্যন্ত তিনি ১৫ মিলিয়ন ডলার মূল্যের জলযান বিক্রি করেছেন৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক