1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সরকারি টাকায় হজে না যাওয়াই ভালো’

২ আগস্ট ২০১৯

বাংলাদেশে সরকারি টাকায় সরকারি কর্মকর্তাসহ আরো অনেকের যেন হজে যাওয়ার হিড়িক পড়েছে৷ আবার ঘুসখোর ও দুর্নীতিবাজেরাও হজে যান৷ এই ধরনের হজ আসলে কতটা ঠিক বা সওয়াবের?

https://p.dw.com/p/3NEN3
Hadsch in Saudi-Arabien
ছবি: picture-alliance/dpa/SPA

ডয়চে ভেলেকে এসব প্রশ্নের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারমান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুর রহমান৷

ডয়চে ভেলে: হজ ইসলামে কেন এত গুরুত্বপূর্ণ?
শফিকুর রহমান: শারীরিক এবং আর্থিক এই দুইটি ইবাদতই হজ কাভার করে৷ একারণে ইসলামে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত৷ আল্লাহর ঘর জিয়ারত করা , মহানবী হজরত মুহাম্মদ(সা.)- এর কবর জিয়ারত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷


কাদের জন্য এটা ফরজ?
যাদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে তাদের জন্য ফরজ৷ আর্থিক সামর্থ্য বলতে পরিবার পরিজনের ভরনপোষন রেখে যাদের ওই পর্যন্ত( মক্কা-মদীনা শরীফ) যাওয়ার সামর্থ্য আছে তাদের জন্য ফরজ৷

রাষ্ট্রকে দেউলিয়া করে যাওয়া যাবে না: ড. রহমান


সামর্থ্য থাকার পরও হজ না করা ঠিক হবে কিনা?
না ঠিক হবে না৷ মহানবী (সা.) বলেছেন যারা সামর্থ্য থাকার পরও হজ করবেনা তাদের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই৷


ধার করে বা ব্যাংক থেকে লোন নিয়ে কেউ যদি হজ করতে যান সেটা কেমন হবে?
ধার করে বা ঋণ করে হজ না করাই উচিত৷


যদি কেউ করেন তাহলে সমস্যা হবে কিনা?
তার যদি ঋণ পরে শোধ করার সামর্থ্য থাকে তাহলে ঋণ করে হজ করতে পারেন৷ আর যদি তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে ঋণ করে হজ করার প্রয়োজন নেই৷


আজকাল সরকারের টাকায় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ আরো অনেকে হজে যাচ্ছেন৷ ইসলামের দৃষ্টিতে এটাকে কিভাবে দেখবেন?
এটা সরকার ইচ্ছা করলে পারে৷ এটা দুই রকম ৷ একটা হলো সৌদি সরকার নিয়ে যাচ্ছে৷ তাদেরতো অভাব নেই৷ যেমন এবার আমি হজে যাচ্ছি সৌদি সরকারের আমন্ত্রণে৷ এতে অসুবিধা নেই৷ কিন্তু আমাদের দেশের সরকার রাষ্ট্রীয়ভাবে যদি কেউ যায়৷ রাষ্ট্রকে দেউলিয়া করে যাওয়া যাবে না৷


এটাতো দেশের মানুষের টাকায় যাচ্ছেন৷ জনগণের ট্যাক্সের টাকায় যাচ্ছেন৷ এটা কি কবুল হবে?
কবুল হওয়া না হওয়া আল্লাহর ব্যাপার৷ তবে সরকারি টাকায় হজে না যাওয়াই ভালো৷ এটাকে আমি ভালো মনে করিনা৷ কারণ দেশকে দেউলিয়া করে হজে যাওয়ার কোনো মানে হয়না৷


দুর্নীতি, ঘুস, অবৈধ টাকায় হজ করাকে আপনি কিভাবে দেখেন?
দুর্নীতি ইসলামে নিষিদ্ধ৷ ঘুস নিষিদ্ধ৷ ঘুস-দুর্নীতির টাকায় হজ করা জাকাত দেয়া- এর কোনোটাই সওয়াবের কাজ না৷


অনেকে একাধিকবার হজ করেন৷ এর কি প্রয়োজন?
সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করা ফরজ৷ এবারের বেশি হজ করার তেমন কোনো প্রয়োজন নেই৷

হজের উদ্দেশ্য কী?
সারা বিশ্বের মুসলামনারা সেখানে এক হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হচ্ছেন৷ সারা বিশে^র মানুষ এক হচ্ছেন৷ সাম্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য