1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের টিকাদান প্রক্রিয়ায় জার্মানদের আস্থা নেই

১ এপ্রিল ২০২১

করোনা টিকা নিয়ে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা৷ গ্রীষ্মেই সকল প্রাপ্তবয়স্ককে সরকারের টিকাদান প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে ৮০ ভাগ জার্মান৷

https://p.dw.com/p/3rTRr
প্রতীকী ছবিছবি: Ina Fassbender/AFP/Getty Images

গ্রীষ্মের শেষ দিকে দেশব্যাপী সরকারের টিকাদানের প্রতিশ্রুতিতে দেশের মাত্র এক পঞ্চমাংশ মানুষ বিশ্বাস করেন বলে জানিয়েছে জার্মানির বহুল প্রচারিত পত্রিকা বিল্ড৷ পত্রিকাটির পক্ষে এই জরিপ চালিয়েছিল পোলিং সংস্থা আইএনএসএ (INSA) ৷ এই জরিপে অংশগ্রহণকারীদের মাত্র এক চতুর্থাংশের সরকারের টিকাদান কর্মসূচি বা কৌশলের প্রতি আস্থা রয়েছে ৷

২১ সেপ্টেম্বরের মধ্যে জার্মানির সকল প্রাপ্তবয়স্ক টিকা নেওয়ার সুযোগ পাবেন, সরকারের বারবার দেওয়া এই আশ্বাসকে এখন শতকরা ২১ ভাগেরও কম মানুষ বিশ্বাস করেন৷ মঙ্গলবার পর্যন্ত জার্মানিতে স্বাস্থ্যকর্মীদের টিকাদান শুরুর তিন মাসেরও বেশি সময়ে জনসংখ্যার শতকরা ১১ দশমিক তিন ভাগ মানুষ প্লথম ধাপের টিকা পায়৷ জার্মান সরকারের মতে, টিকার পর্যাপ্ত পরিমাণে ডোজ না পাওয়ায় যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, এবং ইসরায়েলের মতো বেশ কয়েকটি দেশের চেয়ে পিছিয়ে পড়েছে জার্মানি৷

এদিকে বুধবার জার্মানির সরকারি রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে৷ সংস্থাটির মতে জার্মানিতে ২২ থেকে ২৮ মার্চের মধ্যে শনাক্ত শতকরা ৮৮ ভাগ করোনভাইরাস রোগীর মধ্যে যুক্তরাজ্যের স্ট্রেইন  বি ১১৭ ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে৷ জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের পিছনে বি ১১৭ ভাইরাস একটি কারণ বলে মনে করা হচ্ছে৷ অবশ্য জার্মানিতে অনুমোদিত সব টিকাই বি ১১৭ সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিবে বলে জানিয়েছে, রবার্ট কখ ইন্সটিটিউট৷ 

এনএস/কেএম (রয়টার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য