২৬ বাংলাদেশিকে ফেরত দিল সিঙ্গাপুর
২০ জানুয়ারি ২০১৬এর মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে বলেও ঐ বিবৃতিতে জানিয়েছে সিঙ্গাপুর৷ বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে৷
‘‘তারা আল-কায়েদা ও ইসলামিক স্টেট এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র জিহাদি মতাদর্শ সমর্থন করত,'' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ গত বছরের ১৬ই নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়৷ তারা সবাই সিঙ্গাপুরের নির্মাণ শিল্পে কাজ করতেন৷
বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ যেন তাদের কার্যক্রম বুঝতে না পারে সেজন্য তারা গোপনে কাজ করত৷ এছাড়া তারা নিজেদের মধ্যে জিহাদ সংক্রান্ত বিষয়াদি বিনিময় করত এবং সাপ্তাহিক বৈঠকে মিলিত হয়ে সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা করত৷
গ্রেপ্তারকৃতদের কয়েকজন বিদেশে হামলার পরিকল্পনা করেছিল বলে জানা গেলেও সিঙ্গাপুরে হামলার কোনো পরিকল্পনার ছিল না বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন এখন সিঙ্গাপুরে জেল খাটছে বলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি৷ তবে জেলের মেয়াদ শেষে তাকেও ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে৷ গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারের খবরে সিঙ্গাপুর থেকে পালানোর চেষ্টার অভিযোগে ঐ বাংলাদেশিকে কারাদণ্ড দেয়া হয়েছে৷
এদিকে, সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক ‘দ্য স্ট্রেইটস টাইমস' জানিয়েছে, গ্রেপ্তার অভিযানের সময় পুলিশ জিহাদি সংক্রান্ত বই, শিশুদের জিহাদি প্রশিক্ষণ দেয়া সংক্রান্ত ভিডিও ক্লিপ ইত্যাদি জব্দ করেছে৷ এছাড়া বিভিন্ন অস্ত্র ব্যবহার করে কীভাবে ‘নীরব হত্যা' চালানো যাবে সে সংক্রান্ত ছবি ও নির্দেশনাও হাতে পেয়েছে সিঙ্গাপুরের পুলিশ৷ দৈনিক পত্রিকাটি তাদের অনলাইন প্রতিবেদনে এসব ছবি ও ভিডিও প্রকাশ করেছে৷ গ্রেপ্তার হওয়া ২৭ বাংলাদেশির ছবিও প্রকাশ করেছে দৈনিকটি৷
জেডএইচ/এসিবি (এএফপি, স্ট্রেইটস টাইমস)