1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৬ বাংলাদেশিকে ফেরত দিল সিঙ্গাপুর

২০ জানুয়ারি ২০১৬

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র জিহাদি মতাদর্শ’ সমর্থনের জন্য গত বছরের শেষদিকে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল৷

https://p.dw.com/p/1HgOB
Screenshot der Internetseite straitstimes.com
ছবি: straitstimes.com

এর মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে বলেও ঐ বিবৃতিতে জানিয়েছে সিঙ্গাপুর৷ বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে৷

‘‘তারা আল-কায়েদা ও ইসলামিক স্টেট এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র জিহাদি মতাদর্শ সমর্থন করত,'' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ গত বছরের ১৬ই নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়৷ তারা সবাই সিঙ্গাপুরের নির্মাণ শিল্পে কাজ করতেন৷

বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ যেন তাদের কার্যক্রম বুঝতে না পারে সেজন্য তারা গোপনে কাজ করত৷ এছাড়া তারা নিজেদের মধ্যে জিহাদ সংক্রান্ত বিষয়াদি বিনিময় করত এবং সাপ্তাহিক বৈঠকে মিলিত হয়ে সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা করত৷

গ্রেপ্তারকৃতদের কয়েকজন বিদেশে হামলার পরিকল্পনা করেছিল বলে জানা গেলেও সিঙ্গাপুরে হামলার কোনো পরিকল্পনার ছিল না বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন এখন সিঙ্গাপুরে জেল খাটছে বলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি৷ তবে জেলের মেয়াদ শেষে তাকেও ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে৷ গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারের খবরে সিঙ্গাপুর থেকে পালানোর চেষ্টার অভিযোগে ঐ বাংলাদেশিকে কারাদণ্ড দেয়া হয়েছে৷

এদিকে, সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক ‘দ্য স্ট্রেইটস টাইমস' জানিয়েছে, গ্রেপ্তার অভিযানের সময় পুলিশ জিহাদি সংক্রান্ত বই, শিশুদের জিহাদি প্রশিক্ষণ দেয়া সংক্রান্ত ভিডিও ক্লিপ ইত্যাদি জব্দ করেছে৷ এছাড়া বিভিন্ন অস্ত্র ব্যবহার করে কীভাবে ‘নীরব হত্যা' চালানো যাবে সে সংক্রান্ত ছবি ও নির্দেশনাও হাতে পেয়েছে সিঙ্গাপুরের পুলিশ৷ দৈনিক পত্রিকাটি তাদের অনলাইন প্রতিবেদনে এসব ছবি ও ভিডিও প্রকাশ করেছে৷ গ্রেপ্তার হওয়া ২৭ বাংলাদেশির ছবিও প্রকাশ করেছে দৈনিকটি৷

জেডএইচ/এসিবি (এএফপি, স্ট্রেইটস টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান