কলকাতা
১৪ ডিসেম্বর ২০২০বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার যুবক চন্দন৷ আরোহী হিসেবে হিমালয় পর্বতমালার পাশ বরাবর এ-মাথা থেকে ও-মাথা গোটা রাস্তাটি চন্দনই প্রথম সাইকেলে পার করেন৷ ১৫৩ দিনে ৬ হাজার ২৪৯ কিলোমিটার৷ পরবর্তীতে, তীর বরাবর নর্মদা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত এক হাজার সাত কিলোমিটার পথও ৪৭ দিন ধরে পায়ে হেঁটে পার করেন চন্দন৷ অদূর ভবিষ্যতে, পৃথিবীর যেকোন একটি মহাদেশের এ-মাথা থেকে ও-মাথা গোটা পথটিই সাইকেলে পেরোতে চান চন্দন৷