1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীদের জন্য অশনিসংকেত

৬ মার্চ ২০১৪

ইন্টারনেটের সদ্ব্যবহারে জগত যেমন উপকৃত হচ্ছে, তেমনি কিছু মানুষের অশুভ প্রয়াসের ফলে ক্ষতিগ্রস্তও হচ্ছেন অনেকে৷ এমনকি ইউরোপেও তরুণীরা আছেন বিপদে৷ সমীক্ষায় দেখা গেছে, তরুণীদের উত্যক্ত করার মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে৷

https://p.dw.com/p/1BKhw
Frau liegt mit Tablet im Park
ছবি: Edyta Pawlowska/Fotolia

বুধবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র মৌলিক অধিকার সংরক্ষণ সংক্রান্ত সংস্থা এফআরএ-র সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপের তরুণীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিনিয়ত নানাভাবে নাজেহাল হচ্ছেন৷ প্রতিদিন ১৮ থেকে ২৯ বছর বয়সি দশ জন তরুণীর অন্তত একজন অশ্রাব্য ভাষায় লেখা টেক্সট মেসেজ, ই-মেল অথবা সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নানা বার্তা পান৷ ভিয়েনাভিত্তিক সংস্থা এফআরএ জানিয়েছে, এভাবে ক্রমাগত উত্যক্ত করার ফলে তরুণীদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ৷ তাঁদের রক্ষা করার জন্য শিগগিরই জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন এফআরএ-র পরিচালক মর্টেন কিয়েরুম৷ বর্ণবাদ এবং অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউরোপে যথেষ্ট তৎপরতা দেখা গেলেও সাইবার জগতে নারীর অবমাননাবিরোধী উদ্যোগের অভাব রয়েছে – এ কথা জানিয়ে তিনি ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এ বিষয়ে উদ্যোগী হবার অনুরোধ জানিয়েছেন৷

সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সাইবার জগতে তরুণীদের সবচেয়ে বেশি উত্যক্ত করা হয় সুইডেনে৷ সুইডেনের এক চতুর্থাংশ তরুণীই উত্যক্তকারীদের নির্মম শিকার৷ ইউরোপে তরুণীদের জন্য সবচেয়ে নিরাপদ সাইবার জগত রয়েছে স্পেন, পর্তুগাল এবং স্লোভেনিয়ায়৷ এই দেশগুলোতে মাত্র পাঁচ শতাংশ নারীকে এভাবে উত্যক্ত হতে হয় বলে দাবি করা হয়েছে সমীক্ষায়৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য