1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সান্তালী ভাষায় ওয়েবসাইট ‘নাওয়ামার্শাল ডট নেট’

১০ ডিসেম্বর ২০১১

সান্তালী ভাষায় টাইপিং সফটওয়্যার এবং ওয়েবসাইট তৈরি করেছেন রাজশাহীর এক তরুণ৷ বিশ্বের কয়েকটি দেশের বিভিন্ন অঞ্চলে এই ভাষাটি চালু থাকলেও ইন্টারনেটে সেটি এখনো জায়গা করে নিতে পারেনি৷ একদল ব্লগার এখন সেই কাজটি করছেন৷

https://p.dw.com/p/13QKB
Symbolbild Start-Upছবি: VRD/Fotolia

বিশ্বের দশ থেকে এগারো লক্ষ মানুষের মায়ের ভাষা সান্তালী৷ এদের মধ্যে সাড়ে তিন লক্ষ মানুষের বাস বাংলাদেশে৷ বাকিদের অবস্থান ভারত, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায়৷ সান্তালী ভাষায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কথা বললেও পাঠ্যপুস্তকে কিংবা বই আকারে এই ভাষাটি খুব একটা সুবিধাজনক অবস্থায় এখনো পৌঁছাতে পারেনি৷ ইন্টারনেটে বিভিন্ন ভাষার ব্যবহার দেখা গেলেও সান্তালী সেখানেও বঞ্চিত৷ এই ভাষাভাষীদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কিছু বিদ্যালয়ে সান্তালী ভাষায় অধ্যায়নের সুযোগ রয়েছে৷ কিন্তু সেক্ষেত্রে বাংলা বর্ণমালায় সান্তালী লেখার চেষ্টা করা হয়৷ কিন্তু এই পদ্ধতি খুব একটা সুবিধাজনক নয়৷ কেননা, এতে করে সান্তালীর সঠিক উচ্চারণ অনেকক্ষেত্রেই সম্ভব হয় না৷

রাজশাহীর শিক্ষার্থী সমর মাইকেল সরেন সান্তালী ভাষাকে ইন্টারনেটে জনপ্রিয় করার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন৷ এই তরুণ ইতিমধ্যে তৈরি করেছেন ইউনিকোডভিত্তিক সান্তালী ভাষার টাইপিং সফটওয়্যার৷ এটি ব্যবহার করে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যারে লেখালেখি করা যাবে৷ এমনকি ফেসবুক চ্যাটও সান্তালী ভাষায় সম্ভব হবে৷

Symbolbild Internet Sicherheit HTTPS NO FLASH
ছবি: fotolia/Torbz

বাংলা এবং সান্তালী ভাষার মধ্যকার ব্যবধান সম্পর্কে জানতে সমর মাইকেল সরেনকে খানিকটা ভাষান্তরের অনুরোধ করা হয় ডয়চে ভেলের পক্ষ থেকে৷ ‘বাংলাদেশ আমার দেশ, আমি একজন শিক্ষার্থী', এই লাইনটিকে সমর ভাষান্তর করলেন এভাবে, ‘বাংলাদিশম ইয়া দিশম৷ ইন্দ্রানিয়া দিশম নিয়া ছাতরাতানাই'৷

শুধু টাইপিং সফটওয়্যার নয়, সান্তালী ভাষার চর্চা বাড়াতে একটি ওয়েবসাইটও তৈরি করেছেন সমর৷ সান্তালী ভাষা লেখার বিভিন্ন কারিগরী তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা টেকনোলজি সাইডেও আগাতে চাই৷ ওয়েবসাইটে আমরা একটা টেকনোলজি বিভাগ রেখেছি৷ সেখানে আমরা সেখাতে চাই, আরো কিভাবে সান্তালী ভাষার ওয়েবসাইট তৈরি সম্ভব''৷

সমর এর তৈরি ওয়েবসাইটটির ঠিকানা: নাওয়ামার্শাল ডট নেট৷ নাওয়ামার্শাল এর বাংলা অর্থ হচ্ছে ‘প্রথম আলো'৷ সমর বলেন, ‘‘আমরা আমাদের সান্তালী ভাষাকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে চাই৷ বাংলা ভাষা ইন্টারনেটে যেমন জনপ্রিয়, সান্তালী ভাষাকেও সেরকম জনপ্রিয় করে তুলতে চাই আমরা''৷

সান্তালী ভাষাকে ইন্টারনেটে জনপ্রিয় করার এই কাজে সমরকে সহায়তা করছেন তাঁর বন্ধুরা৷ তাদের টিমের নাম ‘আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ'৷ ইতিমধ্যে এক বছর পার করেছে সমর'এর এই টিম৷

উল্লেখ্য, আদিবাসী বাংলা ব্লগ ‘ডাব্লিউফরস্টাডি বা উইন্ডো ফর স্টাডি'এর একজন মডারেটরও সমর মাইকেল সরেন৷ এবছর ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ইউজার প্রাইজ জয় করেছে এই ব্লগ সাইটটি৷ আদিবাসীদের নানা অধিকার বা দাবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দিতে কাজ করছে ডাব্লিউফরস্টাডি ডট কম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক