সারা বিশ্বে বেড়েই চলেছে বেকারত্ব
আইএলও-র নতুন রিপোর্ট বলছে, সারা বিশ্বে বেকারের সংখ্যা ৪৭ কোটি ছাড়াতে চলেছে৷ চাকরি করছেন এমন মানুষদের মধ্যে অনেকেই আবার পাচ্ছেন না প্রয়োজন মতো কাজ৷ এমন অবস্থার কিছু কারণও জানানো হয়েছে প্রতিবেদনে৷ দেখুন ছবিঘরে...
বিশ্ব জুড়ে ভয়াবহ বেকারত্ব
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সদ্য প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে এ মুহূর্তে বেকারের সংখ্যা ৪৭ কোটিরও বেশি৷
সব চাকুরিজীবীও ভালো নেই
প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে বড় একটা অংশ পর্যাপ্ত সময় কাজ করার সুযোগ পাচ্ছেন না৷ এ ধরনের চাকুরিজীবীর সংখ্যা সাড়ে ২৮ কোটির মতো৷
মোট জনসংখ্যার ১৩ ভাগ!
আইএলও-র প্রতিবেদন অনুযায়ী, ৪৭ কোটি, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ১৩ ভাগই বেকার৷
কেন এই পরিস্থিতি
আইএলও-র ‘সামাজিক অস্থিরতা সূচক’ অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বের ১১টি অঞ্চলের মধ্যে সাতটিতেই বিক্ষোভ এবং ধর্মঘট বেড়েছে৷ এসবেরও প্রভাব পড়েছে কাজের বাজারে৷
আরো শঙ্কাময় ২০২০
আইএলও-র আশঙ্কা, এ বছর সারা বিশ্বে বেকারের সংখ্যা ২৫ লাখের মতো বাড়তে পারে৷
5 ছবি
1 | 55 ছবি