সিরিয়ায় ড্রোন
১৮ ফেব্রুয়ারি ২০১২সিরিয়ায় চীনা উপপররাষ্ট্র মন্ত্রী
সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর হত্যা-নির্যাতনের বিরুদ্ধে সারাবিশ্ব যখন প্রায় এক ভাষায় কথা বলছে, তখনও প্রেসিডেন্ট আসাদের মিত্র হিসেবে অনড় চীন ও রাশিয়া৷ ইতিমধ্যে সিরিয়া সফরে গেছেন চীনা উপ-পররাষ্ট্র মন্ত্রী ঝাই জুন৷ তিনি বৈঠক করলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে৷ বৈঠকে তিনি আসাদের সর্বশেষ ঘোষিত পরিকল্পনার প্রতি সমর্থন জানান৷ সাম্প্রতিক পরিকল্পনায় বাশার আল-আসাদ বহুদলীয় নির্বাচন এবং এরপর নতুন সংবিধানের ব্যাপারে ২৬শে ফেব্রুয়ারি গণভোট আয়োজনের ঘোষণা দেন৷ কিন্তু বিরোধী দলগুলো এবং পশ্চিমা গোষ্ঠী তাঁর এ পরিকল্পনাকে একটি ছল হিসেবে উল্লেখ করে এটি প্রত্যাখান করেছে৷ অবশ্য মিত্র দেশ হিসেবে আসাদের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে চীন৷
আসাদ-জুন বৈঠক
বাশার আল-আসাদের সাথে বৈঠকে চীনা মন্ত্রী জুন বলেন, ‘‘আমরা আশা করি যে, পরিকল্পনা মাফিক সংসদীয় নির্বাচন এবং সংবিধানের ব্যাপারে গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে৷ সিরিয়ার সংস্কারের পথে গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করে চীন৷'' তবে একইসাথে চীনা বার্তা সংস্থা সিনহুয়া উল্লেখ করেছে যে, সিরিয়ায় তীব্র সংকটে উদ্বিগ্ন চীন এবং তারা চায়, সরকার ও রাজনৈতিক দলগুলো বেসামরিক মানুষের উপর সহিংসতা বন্ধ করুক, বলে মন্তব্য করেছেন জুন৷ এছাড়া স্থিতীশীলতা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি৷
মার্কিন ড্রোন টহল
এদিকে, সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও বেসামরিক মানুষের উপর সরকারি বাহিনীর হত্যা ও নির্যাতনের পরিস্থিতি পর্যবেক্ষণে সিরিয়ার আকাশে মনুষ্যবিহীন বিমান পাঠিয়েছে অ্যামেরিকা৷ এনবিসি টেলিভিশন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন ড্রোন সিরিয়ার আকাশে টহল দিচ্ছে৷ তবে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে মার্কিন কোন পরিকল্পনার কথা এখনও জানা যায়নি৷ বরং সেখানে মানবিক ত্রাণ পাঠাতে পারে ওয়াশিংটন বলে জানিয়েছে এনবিসি৷
সহিংসতার খবর
চীনা মন্ত্রীর আহ্বান সত্ত্বেও শনিবারও সিরিয়ায় সহিংসতা ও হতাহতের খবর পাওয়া গেছে৷ রাজধানী দামেস্কে একদিন আগে সরকারি বাহিনীর গুলিতে নিহত চার জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হয়েছে হাজার হাজার মানুষ৷ কিন্তু সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় সমবেত মানুষের উপর আবারও হামলা চালিয়েছে আসাদের অনুসারী সশস্ত্র বাহিনী৷ তারা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সমন্বয় পরিষদের মুখপাত্র মোহাম্মাদ সামি৷ এতে বেশ কিছু হতাহতের খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম