সিরিয়ায় আইএস নেতাকে মারলো অ্যামেরিকা
১০ জুলাই ২০২৩রোববার মার্কিন সেন্ট্রাল কম্য়ান্ড বিবৃতি দিয়ে জানিয়েছেন, পূর্ব সিরিয়ায় তাদের ড্রোন আক্রমণে আইএসআইএস নেতা আল-মুহাজের মারা গেছেন। এই ড্রোন হামলা হয়েছে শুক্রবার।
সেন্ট্রাল কম্যান্ডের প্রধান কুরিলা বলেছেন, ''আমরা একটা কথা আবার স্পষ্ট করে দিতে চাই, আমরা আইএস-কে হারাবোই। আইএস শুধু ওই অঞ্চলে বিপদের কারণ তাই নয়, বাইরের বিশ্বেও তারা বিপদের কারণ।''
এই ড্রোন হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে মার্কিন সেনা। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনা ওই ড্রোনটিকে সকালে বাধা দেয়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবারও তারা ড্রোনটিকে আটকাবার চেষ্টা করে। পরে ওই ড্রোন দিয়েই অপারেশন করা হয়। দুই ঘণ্টা ধরে অপারেশন চলে।
রাশিয়ার যুদ্ধবিমান কীভাবে ড্রোনটিকে বাধা দেয়ার চেষ্টা করছিল, তা ক্যামেরাবন্দি করা আছে বলে সেনা জানিয়েছে।
এই বছরের গোড়ায় অ্যামেরিকা অভিযোগ করেছিল, কৃষ্ণ সাগরের উপরে রাশিয়ার যুদ্ধবিমান একটি মার্কিন ড্রোনকে ধ্বংস করেছে। ওই ড্রোনের দাম ছিল তিন কোটি ডলার। রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে। তারপর অ্যামেরিকা ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, রাশিয়ার বিমান ড্রোনটিকে তার পথ থেকে সরে যেতে কীভাবে বাধ্য করছে।
রাশিয়া হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বন্ধু-দেশ। আসাদ সিরিয়ার অধিকাংশ এলাকা পুনর্দখল করেছেন। তাকে সমর্থন করছে রাশিয়া ও ইরান।
সিরিয়ায় জাতিসংঘের বাহিনীর অংশ হিসাবে এক হাজার মার্কিন সেনা আছে। আর আইএস এখন ইদলিবে সক্রিয়।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)