‘সিরিয়ায় ইরানের কাঠামোতে হামলা’
১০ মে ২০১৮ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘তাদের মনে রাখতে হবে, যদি তারা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে, আমরা তাদের উপর ঝড় বইয়ে দিব৷ আশা করছি, এই অধ্যায় শেষ হয়েছে এবং সবাই বুঝতে পেরেছে৷''
বুধবার দিবাগত মধ্যরাতের পর ইরান ইসরায়েল অধিকৃত গোলান হাইটস লক্ষ্য করে ২০টি রকেট ছোঁড়ে বলে অভিযোগ ইসরায়েলের৷ তবে সেগুলোর একটিও গোলান পর্যন্ত পৌঁছাতে পারেনি৷ এর মধ্যে চারটি রকেট ‘আয়রন ডোম' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী৷
কুদস ফোর্স নামে ইরানের রেভুলিউশনারি গার্ডের একটি অংশ ইসরায়েলের বিরুদ্ধে এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাসের৷
ইরানের হামলার জবাবে সিরিয়ায় থাকা ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে বলে জানান ঐ মুখপাত্র৷
এদিকে, লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বা এসওএইচআর সিরিয়া থেকে গোলান হাইটস লক্ষ্য করে রকেট ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করলেও, কারা এর জন্য দায়ী তা উল্লেখ করেনি৷
উল্লেখ্য, সিরিয়া গৃহযুদ্ধে অংশ নেয়ার মাধ্যমে ইরান ও হেজবোল্লাহ সেখানে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলছে বলে আশঙ্কা করে ইসরায়েল৷ তাই মাঝেমধ্যেই তারা সিরিয়ায় হামলা চালিয়ে থাকে৷ গতমাসে সিরিয়ার এক বিমানঘাঁটিতে ইসরায়েলের চালানো এমনই এক হামলায় ইরানের সাত সামরিক সদস্য নিহত হয়েছে বলে দাবি ইরানের৷ ঐ ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল ইরান৷
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর সিরিয়ার এক সামরিক ঘাঁটিতে ইসরায়েল রকেট হামলা চালায় বলে জানিয়েছেন সিরিয়ার সরকারপন্থি এক কমান্ডার৷ এসওএইচআর বলছে, ঐ হামলায় ইরানের আট নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছে৷ তবে ঐ কমান্ডারের দাবি, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ ইসরায়েল এই হামলার দায় স্বীকার বা প্রত্যাখ্যান কোনোটিই করেনি৷
এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তাঁর কার্যালয়৷ আজই দিনের শেষে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে মাক্রোঁ কথা বলবেন বলেও ঐ বিবৃতিতে জানানো হয়েছে৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)