সিরিয়ায় মার্কিন নীতি
২০ জুলাই ২০১৭ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সূত্র অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সিরিয়ায় বিদ্রোহীদের জন্য সাহায্য বন্ধ করে দিচ্ছে৷ তারা এতকাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছিল৷ প্রায় ৪ বছর ধরে গোপন এক অভিযানে সিআইএ বিদ্রোহীদের নানাভাবে সাহায্য করে আসছিল৷ কিন্তু তার ফলে সীমিত সাফল্যের কারণে সিআইএ এই কর্মসূচি বন্ধ করতে চলেছে৷ তাছাড়া ২০১৫ সাল থেকে রাশিয়ার বাহিনী সরাসরি আসাদের সহায়তা করতে এগিয়ে আসার ফলেও পরিস্থিতি বদলে গেছে৷ আসাদ বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীরা অনেক জমি হারিয়েছে৷
ওয়াশিংটন পোস্ট আরও দাবি করছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক মাস আগে এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে হোয়াইট হাউস ও সিআইএ এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না৷ ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বিদ্রোহীদের সাহায্য করার কর্মসূচির অনুমোদন দিয়েছিলেন৷ এর আওতায় হাজার হাজার বিদ্রোহীকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়৷
অ্যামেরিকার সিরিয়া নীতির ক্ষেত্রে এত বড় পরিবর্তনের কারণ কী? প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় শান্তি আনতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী৷ ফলে সিরিয়ায় সীমিত প্রভাব ও আসাদকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছার অভাব কার্যত মেনে নিচ্ছে ওয়াশিংটন৷ উল্লেখ্য, রাশিয়া ও অ্যামেরিকা আগেই আলোচনার মাধ্যমে সিরিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক অস্ত্রবিরতি ঘোষণা করেছে৷
ওয়াশিংটনের এই সিদ্ধান্ত যদি সত্য প্রমাণিত হয়, সে ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের উপর রাশিয়ার প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে৷ নির্বাচনি প্রচারের সময় থেকে ট্রাম্প টিমের উপর রাশিয়ার প্রভাব নিয়ে একাধিক তদন্ত চলছে৷
এদিকে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের বেড়ে চলা ঘনিষ্ঠতা নিয়ে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাদের অস্বস্তি বাড়ছে৷ হামবুর্গে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও পুটিন যেভাবে একান্তে গোপন আলোচনা চালিয়েছিলেন, তার ফলেও উপদেষ্টারা দুশ্চিন্তায় পড়েছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মকর্তা সংবাদ সংস্থা এপি-র কাছে এ বিষয়ে মন্তব্য করেছেন৷ এমনকি প্রশাসনের মধ্যেও রাশিয়ার প্রশ্নে গভীর বিভাজন রয়েছে বলে তাঁরা দাবি করেছেন৷ বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাককাস্টার মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের উপর ভরসা করা যায় না৷ এমনকি ট্রাম্প-পুটিন সরকারি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন, যা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা৷ এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের রাশিয়া-নীতি এখনো অস্পষ্ট রয়ে গেছে৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ, এপি)