সুন্দর এভারেস্টের ভয়ংকর গল্প
বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে উঠা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে ভয়ানকও বটে৷ ছবিঘরে থাকছে অভিযাত্রীদের সাথে এভারেস্টে ঘটে যাওয়া ভয়ংকর সব ঘটনা৷
মৃত্যুর সংখ্যা কম নয়
হিমালয়ের বিভিন্ন চূড়ায় আরোহণ নিয়ে তথ্য সংগ্রহকারী অলাভজনক সংস্থা ‘দ্য হিমালয়ান ডাটাবেজ’ বলছে, ১৯০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে ২৮০ জনের বেশি পর্বতারোহী মারা গেছেন৷
বেশি মৃত্যু নেপাল অংশে
এভারেস্টে উঠার জন্য বেশিরভাগ পর্বতারোহী নেপাল ও তিব্বতের অংশ বেছে নেন৷ দ্য হিমালয়ান ডাটাবেজ বলছে, নেপালের অংশটি দিয়ে এভারেস্টে উঠতে গিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় এক’শ ৮০ জন৷
কিছুটা কম তিব্বতে
একই সময়ে তিব্বতের অংশ দিয়ে এভারেস্টে উঠতে গিয়ে নিহতের সংখ্যা ছিল একশ জনের উপরে৷
কেউ মারা যাননি যে বছর
এভারেস্টে উঠত গিয়ে প্রায় প্রতিবছরই নিহতের ঘটনা ঘটে৷ এদিক থেকে ভাগ্যবান বলা যেতে পারে ২০১৬ সালকে, কেননা সে বছর তিব্বত অংশে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি৷ এ হিসেবে, নেপাল অংশের জন্য শুভ সালটি ছিল ২০১০৷ আর ১৯৮১ সালে তিব্বত ও নেপাল- কোনো অংশেই নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দ্য হিমালয়ান ডাটাবেজ৷
প্রাণহানির কারণ
পর্বতারোহীদের অভিজ্ঞতা বলছে, প্রাণহানির কারণগুলোর মধ্যে রয়েছে হিমবাহ ও বরফ ধস, পড়ে যাওয়া, পর্বতারোহণজনিত অসুস্থতা, শ্বাসকষ্টজনিত সমস্যাসহ নানা রকমের দুর্যোগ৷