সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের, বাংলাদেশের পাত্তা নেই!
প্রতিবছর যাত্রীদের মতামতের ভিত্তিতে বেছে নেয়া হয় বিশ্বের সেরা বিমানবন্দর৷ সেরাদের পুরস্কারও দেয়া হয়৷ এবারও বিশ্বসেরা হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর৷ বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের কোথাও পাত্তাই নেই৷
এবারও প্রথম তিনে সিঙ্গাপুর, সৌল এবং মিউনিখ
গত বছরের মতো এবারও প্রথম হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর৷ এই নিয়ে চতুর্থবার এই স্বীকৃতি পেলো তারা৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানেও কোনো পরিবর্তন নেই৷ আগের বছরের মতো এবারও চাঙ্গি বিমানবন্দরের পরেই রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের ইনচন বিমানবন্দর এবং জার্মানির মিউনিখ বিমানবন্দর৷
উঠে এলো জাপান
২০১৫ সালে চতুর্থ হয়েছিল টোকিওর হানেদা বিমানবন্দর৷ জাপানের রাজধানীর এই আন্তর্জাতিক বিমানবন্দরটি এবার উঠে এসেছে চতুর্থ স্থানে৷
সেরা দশে এশিয়ারই প্রাধান্য
চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে হংকং ইন্টারন্যাশনাল, জাপানের সেন্টারএয়ার, সুইজারল্যান্ডের জুরিখ ইন্টারন্যাশনাল, লন্ডনের হিথরো, জাপানের কানসাই ও দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট৷ অর্থাৎ সেরা দশের তিনটি বিমানবন্দরই জাপানের৷ অন্যদিকে দশটি সেরা বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার৷
দক্ষিণ এশিয়ার সেরা মুম্বই
ওয়ার্ল্ডএয়ারপোর্টঅ্যাওয়ার্ডস ডটকমে গেলে দেখবেন অঞ্চল ভিত্তিক সেরা বিমানবন্দরও বেছে নেয়া হয়েছে৷ দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে সেরা হয়েছে ভারতের মুম্বই বিমানবন্দর৷ দক্ষিণ এশিয়ার সেরা দশের নয়টি বিমানবন্দরই আসলে ভারতের৷ শুধু পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দর৷
বাংলাদেশের বিমানবন্দর এত পিছিয়ে!
সেরা দশে তো দূরের কথা, পঞ্চাশটির তালিকাতেও নেই দক্ষিণ এশিয়ার কোনো বিমানবন্দর৷ দক্ষিণ এশিয়ার সেরা মুম্বই বিমানবন্দর রয়েছে ৬৪ নম্বরে৷ বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর সেরা একশতেও নেই৷