1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৭০

২৮ ডিসেম্বর ২০১৯

সোমারিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে৷ শনিবার সকালে রাজধানীর একটি নিরাপত্তা চৌকিতে ট্রাকে করে আত্মঘাতী এ হামলা চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তারক্ষীরা৷ 

https://p.dw.com/p/3VR06
Somalia Mogadischu Autobombe an Checkpoint
ছবি: Reuters/F. Omar

সোমারিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে৷ শনিবার সকালে রাজধানীর একটি নিরাপত্তা চৌকিতে ট্রাকে করে আত্মঘাতী এ হামলা চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তারক্ষীরা৷ 

এ হামলায় ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর মেয়র ওমর মুহামোদ৷ এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী৷ তবে দেশটিতে আল কায়েদার সহযোগী জঙ্গি গোষ্ঠী আল শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে৷ ২০১৭ সালের অক্টোবর মাসে আল শাবাবের এক হামলায় প্রায় ছয়শ' জন নিহত হয়েছিল৷  এ জঙ্গি গোষ্ঠীটি দেশটির জাতিসংঘ সমর্থিত ক্ষমতাশীন সরকারকে উৎখাত করতে চায়৷ শনিবারের এ হামলাটি ছিল দেশটিতে চলতি বছরের সবচেয়ে ভয়াবহতম হামলা৷

স্থানীয় সাংবাদিক আব্দুলাজিজ  বিলো ডয়চে ভেলে জানান, ‘‘আলামত দেখে মনে হচ্ছে এটি একটি সংঘবদ্ধ হামলা৷'' হামলায় হতাহতদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিক, ছাত্র, এবং নিরাপত্তারক্ষীরা রয়েছেন বলেও জানান তিনি৷

Somalia Mogadischu Autobombe an Checkpoint
ছবি: Reuters/F. Omar

উল্লেখ্য, গত কয়েক বছরে সরকারি বাহিনীর প্রতিরোধের মুখে জঙ্গি গোষ্ঠীটি রাজধানী মোগাদিসুতে নিজেদের নিয়ন্ত্রণ হারালেও প্রায়ই রাজধানীসহ দেশটির নানা জায়গায় হামলা চালিয়ে থাকে৷

গত সপ্তাহে দেশটির একটি নামকরা হোটেলে আল শাহাবের হামলায় অন্তত পাঁচ নিহত হয়৷

আরআর/এসিবি (এপিএ, এফপি, রয়টার্স)