সৌদি আরবে সার্স আতঙ্ক
২৮ মে ২০১৩এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর কারণ হিসেবে সার্স (এসএআরএস) ভাইরাসকে চিহ্নিত করছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়৷ ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর এ সিদ্ধান্তে পৌঁছেছে – এ দাবি মন্ত্রণালয় করছে না৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-রও এ নিয়ে সংশয় আছে৷ তবে ভাইরাসের সংক্রমণ যেভাবে নানা দেশে ছড়িয়ে পড়েছে বলে বলা হচ্ছে তাতে অতি দ্রুত রোগ নিরাময় এবং প্রাদূর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া উচিত৷
এ পর্যন্ত জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, ব্রিটেন আর ফ্রান্সে সার্স সংক্রমণের খবর পাওয়া গেছে৷ সৌদি আরবে মৃতের সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ের দিকেই যাচ্ছে৷ রোববার সেখানে মারা গেছেন ৮১ বছর বয়সি এক বৃদ্ধা৷ বার্তা সংস্থা এপি-র দেয়া খবর অনুযায়ী, শ্বাস-প্রশ্বাসে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷ মৃত্যুর আগে খুব জ্বরও হয়েছিল তাঁর৷
এসিবি/ডিজি (এপি, এএফপি)