সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতির দাবি বাড়ছে
১৩ অক্টোবর ২০১৪সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর নিয়ম নেই৷ দেশ-বিদেশের অ্যাক্টিভিস্টরা এমন আইন বদলানোর জন্য সৌদি আরবের সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছেন৷ শাস্তির ভয় সত্ত্বেও বিচ্ছিন্নভাবে ‘স্টিয়ারিং' ধরছেন অনেক নারী৷ শুধু গত বছরের ২৬শে অক্টোবর আইন অমান্য করে কমপক্ষে ১৬ জন সৌদি নারীর শাস্তি হয়েছে৷ তবে তাঁরা হাতেনাতে দেখিয়ে দিচ্ছেন যে, নারীরাও দিব্যি গাড়ি চালাতে পারেন৷ এমনই একজনের ছবি টুইটারে তুলে ধরেছেন বনি উড৷ তিনি বিক্ষুব্ধ সৌদি নারীদের সাহসের প্রশংসা করেছেন:
আগামী ২৬শে অক্টোবর এই অভিযান চূড়ান্ত রূপ নিতে চলেছে৷ সৌদি সরকারের উদ্দেশ্যে লেখা এক অনলাইন পিটিশনের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে৷ এর জন্য আলাদা এক ওয়েবসাইটও তৈরি করা হয়েছে৷ যে সব নারী এই মুহূর্তে সাহস করে সৌদি আরবে গাড়ি চালাচ্ছেন, তাঁদেরও নিজেদের ছবি পোস্ট করতে উৎসাহ দিচ্ছেন অ্যাক্টিভিস্টরা৷ টুইটার হ্যাশট্যাগ ছাড়াও ইউটিউব ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন তাঁরা৷ ইউটিউবে ‘উইমেন টু ড্রাইভ মুভমেন্ট' নামে আলাদা একটা ভিডিও তালিকাও রয়েছে৷
এমন সাহসী নারীদের প্রতি টুইটারে বহুদিন ধরেই যথেষ্ট সমর্থন দেখা যাচ্ছে৷ যেমন লুইস আহিকার্ট লিখেছেন, ‘সৌদি নারীদের প্রতি আমার সমর্থন':
শুধু গাড়ি চালানো নয়, অন্যান্য ক্ষেত্রেও সৌদি নারীদের এগিয়ে আসতে প্রেরণা দিতে চান অনেকে৷ ‘ফেমিনিস্ট মেজরিটি' টুইটারে নারী অ্যাথলিটদের প্রতি সমর্থন প্রকাশ করে সিএনএন-এর একটি ছবি শেয়ার করেছেন:
এসবি/ডিজি (এএফপি)